kolkata

1 year ago

Abhishek Banerjee: সুপ্রিম কোর্টে জোড়া ধাক্কা অভিষেকের, তবে ডিভিশনে বেঞ্চে আবেদনের অনুমতি

Abhishek Banerjee
Abhishek Banerjee

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ সুপ্রিম কোর্টে ফের ধাক্কা খেলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর করা দুটি আর্জিই খারিজ করে দিয়েছে দেশের শীর্ষ আদালত। তবে প্রয়োজনে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন বিচারপতি।

সুপ্রিম কোর্টে দুটি আর্জি করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রথমত, সিঙ্গল বেঞ্চে তাঁর বিরুদ্ধে যে মামলাগুলি চলছে তার বিচারপতি বদল এবং দ্বিতীয়ত বিচারপতিদের মন্তব্য সংবাদমাধ্যমে রিপোর্টিং বন্ধ করার জন্য আর্জি জানিয়েছিলেন। তাঁর করা আর্জিতে এক মহিলা বিচারপতির বিষয়ে বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী। যদিও ওই বিচারপতির নাম উল্লেখ করা হয়নি।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে এদিন মামলা লড়েন আইনজীবী গোপালাকৃষ্ণণ আইয়ার। তিনি সওয়াল করার সময় জানান, এক মহিলা বিচারপতির মন্তব্য ভুল ভাবে সংবাদমাধ্যমে পরিবেশন করা হচ্ছে। সেকারণে তিনি সংবাদমাধ্যমে রিপোর্টিং বন্ধ করার আর্জি করেছিলেন।


You might also like!