কলকাতা, ২১ ডিসেম্বর : শর্তসাপেক্ষে ২২ থেকে ২৪ ডিসেম্বর নবান্ন বাস স্ট্যান্ডে সংগ্রামী যৌথ মঞ্চকে ধরনার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। একসঙ্গে ৩০০ জনের বেশি ওই ধরনা মঞ্চে থাকতে পারবেন না।
বকেয়া ডিএ সহ একগুচ্ছ দাবিতে সরকারি কর্মীদের সংগ্রামী যৌথ মঞ্চ ধরনার আবেদন করে। কিন্তু, পুলিশি অনুমতি না মেলায় হাইকোর্টের দরজায় কড়া নাড়েন আন্দোলনকারীরা। বৃহস্পতিবার মামলাটি ওঠে বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে। এদিন বিচারপতি বলেন, ‘রেড রোডে মিছিল হচ্ছে। ১৪৪ ধারার মধ্যে আপনারা ধরনার অনুমতি দিলে নবান্ন বাসস্ট্যান্ডে কেন অনুমতি নয়।
এদিকে মামলাকারীরা বলেন, 'রাজভবনের সামনে ১৪৪ ধারা থাকা সত্বেও ধরনার অনুমতি দিয়েছিল পুলিশ।' যদিও রাজ্যের বক্তব্য ছিল, এই ভাবে ধরনা দিয়ে কাজের কাজ কিছু হয় না। পালটা বিচারপতি বলেন, 'কে বলেছে হয় না? স্কুল নিয়োগ নিয়ে ছেলে মেয়েরা ধরনায় বসে রয়েছে বলেই সরকারের প্রতিনিধিরা গিয়ে তাঁদের সঙ্গে দেখা করছেন। আলাপ আলোচনা হয়েছে।' স্বাভাবিকভাবেই এই নির্দেশে অনেকটাই স্বস্তিতে ডিএ আন্দোলনকারীরা।