দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ রেশন দুর্নীতিতে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে রাজ্যের প্রাক্তণ খাদ্যমন্ত্রীকে। আর এবার খাদ্য ভবনের সামনে বিক্ষোভ শুরু করল রেশন ডিলাররা। এই বিক্ষোভের মূল দাবি হল কমিশন বৃদ্ধি। রাজ্যের খাদ্যমন্ত্রীকে ডেপুটেশনও দেওয়ার পরিকল্পনা করেন রেশন ডিলাররা। সেই সঙ্গে পয়লা জানুয়ারি থেকে ধর্মঘটে নামার কথাও ঘোষণা করেছেন তাঁরা।
করোনার সময় থেকেই রেশন ডিলাররা তাঁদের কমিশন বৃদ্ধি নিয়ে সরব হয়েছেন। তবে একনাগাড়ে দাবি জানিয়েও সমস্যার কোনো সুষ্ঠু সমাধান মেলেনি। জানা গিয়েছে, রেশনে ১ কুইন্টাল চাল বা গম এখন গ্রাহকদের হাতে তুলে দিয়ে ডিলাররা কমিশন পান ৯৫ টাকা। অথচ বিভিন্ন কমিটির সুপারিশে কমিশন ৪৫৭ টাকা দেওয়ার কথা বলা হয়েছে বলেও দাবি ডিলারদের। কিন্তু সেটা এখনও পর্যন্ত কার্যকর না হওয়ার কারণে ক্ষুব্ধ রেশন ডিলাররা। তাঁদের এই অভিযোগ, যে টাকা তাঁরা কমিশন পান, তা দিয়ে কোনওভাবেই জীবিকা নির্বাহ করা যাচ্ছ না। তাই কমিশন কাঠামো সংস্কারের দাবি জানাচ্ছেন তাঁরা।
রেশন ডিলারদের আরও অভিযোগ, তাঁদের বিষয়টি নিয়ে রাজ্য ও কেন্দ্রীয় সরকার একে অপরের ওপর দায় ঠেলছে। আর এর মাঝে পড়ে তাঁদের সমস্যার সমাধান হচ্ছে না। এছাড়া আরও অন্যান্য ধরণের চাপও থাকে। কিন্তু তাঁদের কথা সরকার শুনছে না বলে অভিযোগ ডিলারদের। আর সেই সমস্ত কারণেই এদিন ডেপুটেশন জমা দেওয়ার কর্মসূচি নিয়েছেন তাঁরা।
এখানেই শেষ নয় E-POS Machine-এর স্টক নিয়েও অভিযোগ রয়েছে রেশন ডিলারদের। তাঁদের অভিযোগ, প্রত্যেক মাসের শুরুতে বরাদ্দ তালিকা ই–পস পদ্ধতিতে তালিকা আকারে প্রকাশ করা হয়, কিন্তু তা ডিলারের কাছে পৌঁছতেই পারছে না। যার জেরে একটা টানাপোড়েন চলছে। কারণ যে তালিকা প্রকাশ হচ্ছে আর বাস্তবে যা তাঁরা হাতে পাচ্ছেন তাতে বিস্তর ফারাক থাকছে। ফলে অনেক সময় ডিলার ও গ্রাহকের মধ্যে সম্পর্কও খারাপ হয়ে যাচ্ছে। আর এই নিয়ে বারবার বলা সত্ত্বেও কোনও সমাধান হয়নি বলেই অভিযোগ।