কলকাতা, ২২ ডিসেম্বর : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণার পর এখনও ২৪ ঘন্টাও অতিক্রান্ত হয়নি, এরইমধ্যে কেন্দ্রীয় সরকারি হারে মহার্ঘভাতার দাবিতে নবান্নের সামনে বিক্ষোভ দেখালেন ডিএ আন্দোলনকারীরা। শুক্রবার সকাল থেকে নবান্নের সামনে জড়ো হন রাজ্য সরকারি কর্মীদের একাংশ, কেউ কেউ তারও আগে। পুলিশ তাঁদের বাধা দেয় বলে অভিযোগ। দফায় দফায় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের তর্কাতর্কি হয়।
কলকাতা হাইকোর্ট ডিএ-র দাবিতে নবান্নের সামনে ধর্নায় বসার অনুমতি দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চকে। শর্তসাপেক্ষে তিন দিনের জন্য ধর্নায় বসতে পারবেন তাঁরা। সেই অনুযায়ী, শুক্রবার সকালে নবান্নের কাছাকাছি পৌঁছন আন্দোলনকারীরা। কিন্তু অভিযোগ, পুলিশ তাঁদের নবান্নের কাছে যেতে বাধা দেয়। নবান্ন থেকে ১৫০ মিটার দূরে একটি বাসস্ট্যান্ডে অবশেষে অবস্থানে বসে পড়েন আন্দোলনকারীরা।
প্রসঙ্গত, বৃহস্পতিবারই মুখ্যমন্ত্রী রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘভাতা বৃদ্ধির ঘোষণা করেছেন। জানিয়েছেন, ৪ শতাংশ হারে ডিএ বৃদ্ধি করা হচ্ছে। সেই বর্ধিত ডিএ কার্যকরী হবে আগামী ১ জানুয়ারি থেকে। কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চ মমতার এই ঘোষণাতে খুশি নয়।