kolkata

1 year ago

Winter Update : বড়দিনে শীত উধাও! তবে কি বৃষ্টির চোখ রাঙানি?

Kolkata Weather Update in Christmas (File Picture)
Kolkata Weather Update in Christmas (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বড়দিনে শীত উধাও। সর্বনিম্ন তাপমাত্রা বেড়েছে তিলোত্তমায়। শহর কলকাতায় জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা কম। তবে সামান্য স্বস্তি! এখনই কলকাতায় বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, কলকাতা সহ জেলায় জেলায় শীতের আমেজ থাকবে। কিন্তু, শীতের থিতু হওয়ার সম্ভাবনা অনেকাংশে কম। আগামী ২৮ তারিখ দার্জিলিঙে তুষারপাত হতে পারে, জানা যাচ্ছে এমনটাই।
শহর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা রবিবার ছিল ২৫.১ ডিগ্রি, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি। এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল সর্বাধিক ৯৫ শতাংশ এবং সর্বনিম্ন ৬১ শতাংশ।

সোমবার বড়দিনে আপাতত কলকাতায় বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। তবে জাঁকিয়ে শীতের প্রত্যাশা করা সম্ভব নয়। শহরের তাপমাত্রা থাকবে ঊর্ধ্বমুখী। তাপমাত্রার বিশেষ বদলের খুব একটা সম্ভাবনা নেই। সকালের দিকে কুয়াশাছন্ন থাকবে আকাশ। বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে দৃশ্যমানতা বাড়বে।

You might also like!