kolkata

1 year ago

Madhyamik Board: মাধ্যমিক পরীক্ষায় সিসিটিভি, নজিরবিহীন নজরদারি মধ্যশিক্ষা পর্ষদের

school girl
school girl

 

কলকাতা, ৩০ ডিসেম্বর : এবার মাধ্যমিক পরীক্ষার নিরাপত্তা নিয়ে আরও সতর্ক হচ্ছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। ২০২৪ সালের মাধ্যমিক পরীক্ষাকে কড়া নজরে রাখতে চায় পর্ষদ। আর তাই গোটা পরীক্ষাপর্ব চলাকালীন সিসিটিভি নজরদারি চালাবে তারা। ফুটেজও রক্ষিত থাকবে। এবার থেকে তা বাধ্যতামূলকভাবে সংরক্ষণ করতে হবে সংশ্লিষ্ট স্কুলগুলিকে৷ পরীক্ষা কেন্দ্রগুলিকে চিঠি দিয়ে এমনই সিদ্ধান্তের কথা পর্ষদ জানিয়েছে। শনিবার পর্ষদসূত্রে এ খবর জানা গিয়েছে।

চিঠিতে বলা হয়েছে, প্রতিদিনের সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করতে হবে। পাশাপাশি, দেখতে হবে প্রতিটি পরীক্ষা কেন্দ্রের সিসিটিভি যেন সঠিকভাবে কাজ করে। কোনও কারণে সিসিটিভিরগুলির সমস্যা হলে তার ব্যাকআপ রাখতে হবে। কোনও সমস্যা হলে আগে থেকে সিসিটিভিগুলি ঠিক করতে হবে।

মধ্যশিক্ষা পর্ষদ আরও জানিয়েছে, সংরক্ষণ করে সিসিটিভি ফুটেজগুলি সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্রের প্রধানের কাছেই রাখতে হবে ফলপ্রকাশ না-হওয়া পর্যন্ত। সিসিটিভি ফুটেজ নষ্ট হলে তার দায় বর্তাবে সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্রের প্রধান শিক্ষকের উপর।

২০২৪ সালে ২ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হবে। শেষ হবে ১২ ফেব্রুয়ারি। বেলা ১১টা ৪৫ থেকে বিকেল ৩টে পর্যন্ত চলবে মাধ্যমিক পরীক্ষা। পর্ষদের এই নির্দেশ মানা হচ্ছে কি না, তা খতিয়ে দেখতে পর্ষদের তরফে পর্যবেক্ষকরা সব পরীক্ষাকেন্দ্রে যাবেন।পরীক্ষাকেন্দ্রের যাবতীয় পরিস্থিতি খুঁটিনাটি সবিস্তারে খতিয়ে দেখে তাঁরা একটি রিপোর্ট পর্ষদের কাছে জমা দেবেন।পরীক্ষার দিনে সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করতে হবে।

কোনওভাবেই যাতে প্রশ্নপত্র ফাঁস না-হয়, সে বিষয়ে এবার অনেক আগে থেকেই কড়া পদক্ষেপ করতে শুরু করেছে পর্ষদ। তাই সিসিটিভি ক্যামেরার সাহায্য নেওয়া হচ্ছে। কোনওরকম ফাঁকই রাখতে নারাজ পর্ষদের কর্তারা।

নতুন নির্দেশে আরও বলা হয়েছে, কোনও পরীক্ষার্থী নির্দিষ্ট সময়সীমা শেষ হওয়ার আগে পরীক্ষা শেষ হয়ে গেলেও প্রশ্নপত্র নিয়ে বাইরে যেতে পারবে না। অতীতে প্রশ্নপত্র ফাঁস নিয়ে মধ্যশিক্ষা পর্ষদের মুখ পুড়েছে একাধিকবার। তাই এবার নিরাপত্তা জোরদার করা শুধু নয়, সমস্তরকম বিতর্ক এড়াতে সিসিটিভি'র ব্যবস্থা করা হয়েছে বলে মনে করছে শিক্ষক শিক্ষিকাদের একটা বড় অংশ।

You might also like!