kolkata

1 year ago

Kolkata : খাল থেকে উদ্ধার যুবকের দেহ, অপহরণ করে খুনের অভিযোগ পরিবারের

Biswajit Mondal (Collected)
Biswajit Mondal (Collected)

 

কলকাতা, ১২ জানুয়ারি : খাল থেকে শুক্রবার উদ্ধার হল এক যুবকের দেহ। অপহরণ করে নিয়ে গিয়ে তাকে পিটিয়ে মারা হয়েছে বলে অভিযোগ করেছে তার পরিবার। ঘটনাস্থলে যায় প্রগতি ময়দান থানার পুলিশ।

শুক্রবার সকালে চৌবাগা খালে উদ্ধার হয় মুকুন্দপুরের উনিশ বছরের যুবক বিশ্বজিৎ মণ্ডলের মৃতদেহ। গত ৯ জানুয়ারি রাতে পিসির বাড়িতে শীতলা পুজোর মেলা দেখতে গিয়েছিলেন বিশ্বজিৎ। সেখানে কয়েক জন যুবকের সঙ্গে বচসায় জড়ান তিনি। এর পর ওই যুবকরা বিশ্বজিৎকে তুলে নিয়ে যায় বলে অভিযোগ। তার পর থেকেই নিখোঁজ ছিলেন ওই যুবক। প্রগতি ময়দান থানায় লিখিত অভিযোগ করা হয় পরিবারের তরফে।

বিশ্বজিতের আত্মীয়দের দাবি, ৯ তারিখ রাতে ধাপার কাছে থানাবেড়িয়া এলাকায় পিসির গিয়েছিলেন বিশ্বজিৎ। রাত সাড়ে ৯টা নাগাদ পিসির বাড়ি থেকে বেরিয়ে মেলায় যান তিনি। সেখানে মদ্যপানও করেন। রাতের দিকে রাস্তায় এক যুবতীর সঙ্গে বচসায় জড়ান তিনি।

অভিযোগ, বচসার পরই ওই যুবতীর সঙ্গীরা গভীর রাতে অপহরণ করে বিশ্বজিৎকে। বন্ধুরাও খুঁজে পায়নি ওই যুবককে। তার পর দু দিন খোঁজ মেলেনি। শুক্রবার সকালে চৌবাগা খালে তাঁর দেহ উদ্ধার হয়।

শনিবার সকালে স্থানীয়রা দেখতে পান চৌবাগা খালে একটি দেহ ভেসে উঠেছে। খবর পেয়েই ঘটনাস্থলে যায় পুলিশ। শুরু হয় তদন্ত। পুলিশ দেহটি উদ্ধার করে নীলরতন সরকার মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট এলেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে মনে করছে পুলিশ।

You might also like!