kolkata

3 weeks ago

Bengal protest July 2025:বারাসত ও মধ্যমগ্রামেও বনধের সমর্থনে অবরোধ

Barasat bandh news
Barasat bandh news

 

বারাসত, ৯ জুলাই : সারা ভারত সাধারণ ধর্মঘট ঘিরে বুধবার সকাল থেকেই রাস্তায় নেমে পড়েছে বামেরা। বিভিন্ন জায়গায় রাস্তা অবরোধ করেন বাম কর্মী-সমর্থকরা। বারাসাত বড়বাজার থেকে মিছিল করে এসে ১২ নম্বর জাতীয় সড়ক হেলাবটতলায় অবরোধ করেন বাম সমর্থকেরা। অবরুদ্ধ হয়ে যায় জাতীয় সড়ক।

প্রায় ৪৫ মিনিট অবরোধ করে রাখে বাম সমর্থিত কর্মী সমর্থকরা। একইসঙ্গে অবরোধ করা হয় বারাসত চাঁপাডালি মোড়ও। এর ফলে ৩৫ নম্বর জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। পাশাপাশি, মধ্যমগ্রাম চৌমাথাও অবরোধ করে বামেরা।


You might also like!