kolkata

1 year ago

Weather forecast of Bengal: বর্ষশেষে উষ্ণতায় দিন কাটছে দক্ষিণবঙ্গে, এখনই ফিরছে না কনকনে ঠান্ডা

Weather Update (Symbolic Picture)
Weather Update (Symbolic Picture)

 

কলকাতা, ২৭ ডিসেম্বর: ডিসেম্বর মাস শেষ হতে চলল, অথচ শীতের পরিবর্তে অনুভূত হচ্ছে গরম। ভোরে ও রাতের দিকে ঠান্ডা মালুম হলেও, দুপুরে বাড়ছে উষ্ণতা। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আচমকাই উধাও হয়ে গিয়েছে ঠান্ডা। আলিপুর আবহাওয়া দফতর জানিয়ে দিয়েছে, বছরের শেষে তাপমাত্রার বিশেষ হেরফের হওয়ার সম্ভাবনা নেই। অর্থাৎ, নতুন বছরের আগে কনকনে শীত পড়ার সম্ভাবনা প্রায় কম। বরং গত সপ্তাহের শেষ দিক থেকে যেমন প্রতি দিনই স্বাভাবিকের উপরে তাপমাত্রা থেকেছে, আগামী কয়েক দিনেও তেমন থাকার পূর্বাভাস দেওয়া হয়েছে। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, বঙ্গোপসাগর হয়ে যে বাতাস রাজ্যে প্রবেশ করছে, সেখানে জলীয় বাষ্পের পরিমাণ তুলনায় বেশি। অন্যদিকে উত্তর-পশ্চিমের শুষ্ক হাওয়া তুলনায় দুর্বল। যার ফলেই নাকি স্বাভাবিকের তুলনায় ‘উষ্ণ’ রাজ্যের আবহাওয়া। কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলের তাপমাত্রা অন্তত ২ থেকে ৩ ডিগ্রি বেশি। বড়দিনে যেমন কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলের তাপমাত্রা ছিল ১৭ ডিগ্রির কাছাকাছি। স্বাভাবিক ক্ষেত্রে যা ১৪ ডিগ্রির কাছাকাছি থাকে। পশ্চিমের জেলাগুলিতেও তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস আবহাওয়া দফতরের। উত্তরবঙ্গেও কোনও রকম বৃষ্টির সম্ভাবনা নেই, বাড়বে তাপমাত্রাও।

You might also like!