kolkata

1 year ago

Alipore Meteorological Department : আরও নিখুঁত পূর্বাভাস পেতে জোড়া রেডার বসছে আলিপুর হাওয়া অফিসে

Meteorological Center or Alipur (File Picture)
Meteorological Center or Alipur (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ এক ধাক্কায় ক্ষমতা অনেকটাই বেড়ে যাচ্ছে কলকাতার রিজিওনাল মিটিওরোলজিক্যাল সেন্টার বা আলিপুর হাওয়া অফিসের, কারন নতুন একজোড়া পোলারিমেট্রিক রেডার ব্যবহৃত হতে চলেছে হাওয়া অফিসে। মালদায় একটি এবং অন্যটি ডায়মন্ড হারবারে বসতে চলেছে। 

আলিপুর হাওয়া অফিসের কর্তারা জানাচ্ছেন, বহু বছর ধরে উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস দেওয়ার জন্যে আলাদা একটি রেডার বসানোর পরিকল্পনা চলছিল।শেষ পর্যন্ত সেন্ট্রাল ইনস্টিটিউট ফর সাবট্রপিক্যাল হর্টিকালচার (সিআইএসএইচ) দফতরকে রেডার বসানোর উপযুক্ত জায়গা হিসেবে বেছে নেওয়া হয়েছে। মৌসম ভবনের পূর্বাঞ্চলীয় শাখার উপমহাধ্যক্ষ সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বলেন, 'মালদার রেডারটি সি-ব্যান্ড রেডার। রেঞ্জ ৩৫০ কিলোমিটার পর্যন্ত।'

অন্য দিকে, ডায়মন্ড হারবারের রেডারটি ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ে বসানো হবে। এ জন্যে আবহাওয়া দফতরর মউ স্বাক্ষর করেছে রাজ্য উচ্চশিক্ষা দফতরের সঙ্গে। সঞ্জীব বলেন, 'ডায়মন্ড হারবারের রেডারটি এক্স-ব্যান্ড পোলারিমেট্রিক ডপলার রেডার। এর রেঞ্জ ১৫০ কিলোমিটার পর্যন্ত।'

সূত্রের খবর,  রেডার বসানোর কাজ অতি দ্রুতই হয়ে যাবে বলে আশা। ফলে  আগামীদিনে আবহাওয়ার পূর্বাভাস দেওয়ার কাজ আরও সহজ ও নিখুঁত হবে।

You might also like!