Breaking News
 
Saltlake Chaos: জীবন্ত পুড়ে মৃত্যু ডেলিভারি বয়ের, সল্টলেকে পুলিশ-জনতা সংঘর্ষে গ্রেপ্তার ৫! Gandhi vs Savarkar: স্বাধীনতা দিবসের পোস্টারে সাভারকরকে নিয়ে বিতর্ক, মোদি সরকারকে আক্রমণ বিরোধীদের! Roopa Gaguly: ‘আজ মা চলে গেলেন বাবার সঙ্গে দেখা করতে…’—মাকে হারিয়ে শোকস্তব্ধ অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায়! JU Bratya Basu Attack: যাদবপুরে শিক্ষামন্ত্রীর গাড়িতে হামলার ছক স্পেন থেকে-দিল্লি বিমানবন্দরে গ্রেফতার যাদবপুরের প্রাক্তনী হিন্দোল মজুমদার! "Detention To Continue": বাংলাদেশি সন্দেহে ধরপাকড় চলবেই, অন্তর্বর্তী স্থগিতাদেশ দিলনা মহামান্য সুপ্রিম কোর্ট! Kanyasree Divas: কন্যাশ্রী দিবসে সাফল্যের খতিয়ান মুখ্যমন্ত্রীর, বিশ্বের ৫৫২ প্রকল্পের মধ্যে সেরা পশ্চিমবঙ্গের কন্যাশ্রী!

 

International

1 year ago

Bangladesh:সংখ্যালঘুদের জীবন রক্ষা করুন, সেনার দায়িত্ব নেওয়া দরকার’, বার্তা বঙ্গবীর কাদেরের

Former parliamentarian and freedom fighter of Bangladesh Abdul Quader Siddiqui
Former parliamentarian and freedom fighter of Bangladesh Abdul Quader Siddiqui

 

ঢাকা : বাংলাদেশের বিভিন্ন জেলায় হিন্দু-সহ সংখ্যালঘুদের উপর হামলা হচ্ছে বলে অভিযোগ। এবার এই নিয়ে মুখ খুললেন বাংলাদেশের প্রাক্তন সাংসদ তথা মুক্তিযোদ্ধা আব্দুল কাদের সিদ্দিকী। সংখ্যালঘুদের সুরক্ষায় সেনাবাহিনীর পদক্ষেপ করা দরকার বলে তিনি মন্তব্য করলেন।

 ধানমণ্ডিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি যান মুক্তিযোদ্ধা আব্দুল কাদের সিদ্দিকী। বঙ্গবন্ধুর বাড়ি ঘুরে তিনি বলেন, “দেশে একটা বিপ্লব হয়েছে। আমি ছাত্রদের এই সফল আন্দোলনকে অভিনন্দন জানাই। বঙ্গবন্ধু জাতির পিতা। স্বাধীনতার মহানায়ক। নিশ্চয় আওয়ামী লীগ অন্যায় কাজ করেছেন। কিন্তু, বঙ্গবন্ধু অন্যায় করেননি। কিন্তু, তাঁর বাড়ি ধ্বংস বাঙালি জাতির জন্য কলঙ্কের হয়ে থাকবে। বঙ্গবন্ধুর বাড়ি ধ্বংস হওয়া দেখার আগে আমার মৃত্যু হলে ভাল হত। আমি সকল ছাত্রকে বলব, দেশকে ধ্বংসের হাত থেকে রক্ষা করুন।”

এরপরই বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হামলার নিন্দা করেন আব্দুল কাদের সিদ্দিকী। তিনি বলেন, “এই কাজটা মোটেও ভাল নয়। পড়ুয়াদের দায়িত্ব নেওয়া দরকার। প্রশাসনের দায়িত্ব নেওয়া দরকার। বিশেষ করে সেনাবাহিনীর দায়িত্ব নেওয়া দরকার। সংখ্যালঘুদের জীবন রক্ষা করুন।”

বাংলাদেশী মুক্তিযোদ্ধা ও রাজনীতিবিদ কাদের সিদ্দিকীর (বীর উত্তম) জন্ম ১৯৪৭-এ। ১৯৭১-র মুক্তিযুদ্ধের সময় তিনি বাঘা সিদ্দিকী নামে পরিচিত ছিলেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধের অন্যতম এই সমরনায়ক ভারতীয় বাহিনীর সাহায্য ছাড়াই ১৯৭১ সালের ডিসেম্বর মাসের প্রথমার্ধে ঢাকা আক্রমণের প্রস্তুতি নিয়েছিলেন।

You might also like!