Breaking News
 
JU Bratya Basu Attack: যাদবপুরে শিক্ষামন্ত্রীর গাড়িতে হামলার ছক স্পেন থেকে-দিল্লি বিমানবন্দরে গ্রেফতার যাদবপুরের প্রাক্তনী হিন্দোল মজুমদার! "Detention To Continue": বাংলাদেশি সন্দেহে ধরপাকড় চলবেই, অন্তর্বর্তী স্থগিতাদেশ দিলনা মহামান্য সুপ্রিম কোর্ট! Kanyasree Divas: কন্যাশ্রী দিবসে সাফল্যের খতিয়ান মুখ্যমন্ত্রীর, বিশ্বের ৫৫২ প্রকল্পের মধ্যে সেরা পশ্চিমবঙ্গের কন্যাশ্রী! Karachi aerial firing: স্বাধীনতা দিবসের আনন্দে শূন্যে গুলি, করাচিতে শিশুসহ তিনজনের মৃত্যু, আহত ৬৪! Bengal Metro Expansion: একসঙ্গে তিন মেট্রো প্রকল্পের উদ্বোধন, কলকাতায় মোদি সফরের দিনক্ষণ চূড়ান্ত! Kolkata Metro: নোয়াপাড়া-বারাসত মেট্রোর পথে বড় পদক্ষেপ, শুরু হচ্ছে সয়েল টেস্টিং – আশার আলো উত্তর শহরতলিতে!

 

Health

1 year ago

Kale Benefits: ইমিউনিটিকে চাঙ্গা করতে সক্ষম এই শাক! নিত্য খেলে থাকবে না সর্দি-কাশি

This vegetable is able to strengthen immunity!
This vegetable is able to strengthen immunity!

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ধীরে ধীরে তাপমাত্রার পারদ চড়ছে। আর এহেন ঘর্মাক্ত পরিস্থিতিতেই প্রভাব বাড়াচ্ছে অত্যন্ত চালাক কিছু ভাইরাস এবং ব্যাকটেরিয়া। আর দুর্ভাগ্যজনকভাবে এইসব জীবাণুর খপ্পরে পড়লেই শরীরে সিঁধ কাটে জ্বর, সর্দি, কাশির মতো ছুটকো সমস্যা। তাই তো বিশেষজ্ঞরা সকলকে এই সময় ইমিউনিটি বাড়িয়ে নেওয়ার পরামর্শ দেন। আর এই কাজে আপনাকে সাহায্য করবে অত্যন্ত উপকারী কেলে শাক।

তাই আর সময় ব্যয় না করে রোগ প্রতিরোধ ক্ষমতাকে চাঙ্গা রাখার কাজে এই শাকের কার্যকারিতা সম্পর্কে বিশদে জেনে নিন। আশা করছি, এই নিবন্ধটি পড়ার পর আপনার চোখ খুলে যাবে। তারপর আপনিও ঝটপট এই শাককে ডায়েটে জায়গা করে দেবেন। আর তাতেই দূরে থাকবে একাধিক সংক্রামক অসুখ।

পুষ্টির খনি

পুষ্টিবিজ্ঞানীদের কথায়, কেলে শাকে পটাশিয়াম, ক্যালশিয়াম, আয়রন, ফোলেট, ভিটামিন সি, প্রোটিন, কার্ব সহ একাধিক জরুরি উপাদানের খোঁজ মেলে। শুধু তাই নয়, এতে রয়েছে ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্টের ভাণ্ডার। তাই শরীরের হাল হকিকত বদলে দিতে চাইলে ঝটপট এই শাকের সঙ্গে বন্ধুত্ব পাতিয়ে নিন। জোর গলায় বলতে পারি, এই বন্ধু আপনাকে কখনও ঠকাবে না।

বাড়বে ইমিউনিটি​

আমাদের শরীরের নিজস্ব রোগ প্রতিরোধী ক্ষমতা বাড়াতে চাইলে নিয়মিত খেতে হবে কেলে শাক। করণ এই শাকে রয়েছে রয়েছে ভিটামিন সি এবং সেলেনিয়ামের ভাণ্ডার। আর এই দুই উপাদান কিন্তু ইমিউনিটি বাড়ানোর কাজে সিদ্ধহস্ত। শুধু তাই নয়, এতে মজুত বিটা ক্যারোটিন এবং ভিটামিন ই-এর যৌথ প্রচেষ্টায় একাধিক ক্রনিক রোগও থাকবে দূরে। তাই ছোট-বড় অসুখের ফাঁদ এড়াতে চাইলে এই শাককে পাতে জায়গা করে দেওয়াটাই হবে বুদ্ধিমানের কাজ।

তবে শুধু ইমিউনিটি বাড়ানোই নয়, সেই সঙ্গে শরীরের আরও একাধিক উপকার করে কেলে শাক। আসুন সেই বিষয়ে বিশদে জেনে নেওয়া যাক-

হার্টের পৌষ মাস

এই শাকে মজুত একাধিক উদ্ভিজ্জ উপাদান ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। আর রক্তচাপকে স্বাভাবিকের গণ্ডিতে আটকে রাখতে পারলে যে অচিরেই হার্টের অসুখের ফাঁদ এড়িয়ে চলা সম্ভব হবে, তা তো বলাই বাহুল্য! শুধু তাই নয়, এই শাকে উপস্থিত ফাইবারের গুণে কোলেস্টেরলকেও বশে রাখতে পারবেন। আর সেই কারণে হার্ট অ্যাটাকের মতো রোগের ফাঁদে পড়ার আশঙ্কাও কমবে। তাই হৃদরোগের ফাঁদ এড়াতে চাইলে ঝটপট এই শাককে পাতে জায়গা করে দিন।

হাড় হবে শক্তপোক্ত​

কম বয়সেই হাড়ের ক্ষয়জনিত রোগের ফাঁদে পড়া মানুষের সংখ্যা নেহাত কম নয়। তাই তো চিকিৎসকেরা সকলকেই হাড়ের স্বাস্থ্যের দিকে নজর ফেরানোর পরামর্শ দেন। আর ভালো খবর হল, এই কাজে আপনার হাতের পাঁচ হতে পারে কেলে শাক। কারণ এতে রয়েছে ভিটামিন কে এবং ক্যালশিয়ামের মতো দুটি উপকারী খনিজ এবং ভিটামিন যা কিনা হাড়ের জোর বাড়ানোর কাজে একাই একশো। তাই সারাজীবন হেঁটে-চলে বেড়ানোর ইচ্ছে থাকলে ঝটপট এই শাককে পাতে জায়গা করে দেওয়াটাই হবে বুদ্ধিমানের কাজ।

সুস্থ থাকবে অক্ষিযুগল​

এই শাক হল লিউটিন এবং জিয়াজ্যানথিনের মতো দুটি ফাইটোনিউট্রিয়েন্টের ভাণ্ডার। আর এই দুই উপাদানই চোখের জন্য অত্যন্ত উপকারী। এমনকী ম্যাকুলার ডিজেনারেশন এবং ছানির মতো সমস্যাকে মাত দিতেও পারে এই দুই উপাদান। তাই চোখের হাল ফেরাতে যত দ্রুত সম্ভব এই শাকের শরণাপন্ন হন।



You might also like!