Game

1 month ago

FIFA Club World Cup: ফিফা ক্লাব বিশ্বকাপ, রিয়াল মাদ্রিদকে হারিয়ে ফাইনালে পিএসজি

FIFA Club World Cup
FIFA Club World Cup

 

কলকাতা, ১০ জুলাই : ক্লাব বিশ্বকাপের সেমি-ফাইনালে বুধবার রাতে ৪-০ গোলে রিয়াল মাদ্রিদ হেরে গেছে পিএসজির কাছে। জোড়া গোল করেছেন ফাবিয়ান রুইস, একটি করে গোল করেছেন উসমান দেম্বেলে ও গন্সালো রামোস। এই হারে মরসুমে ট্রফি শূন্য থাকল ই্উরোপের সফলতম দল রিয়াল মাদ্রিদ। অন্যদিকে চ্যাম্পিয়নস লিগ জয়ের পর এবার লুইস এনরিকের দলের সামনে আরেকটি শিরোপা জয়ের সুযোগ থাকছে প্রথমবারের মতো।

পিএসজির বিপক্ষে পাত্তাই পায়নি রিয়াল মাদ্রিদ। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে রিয়ালকে পরাস্ত করেছে ফরাসি ক্লাবটি। ম্যাচের প্রথম ২৫ মিনিটের মধ্যে তিন গোল হজম করে রিয়াল। প্রথমার্ধে ৩-০ গোলে এগিয়ে থেকে পিএসজি বিরতিতে যায়। দ্বিতীয় হাফেও প্রতিরোধ গড়ে তুলতে পারেনি রিয়াল মাদ্রিদ। ম্যাচের ৮৭ মিনিটে পিএসজির চতুর্থ গোলটি করেন গন্সালো রামোস। এই গোল করে জাতীয় দলের সতীর্থ দিয়োগো জোটার ট্রেডমার্ক সেলিব্রেশন করেন তিনি। গত ৩ জুলাই গাড়ি দুর্ঘটনায় মারা যান জোটা। আগামী রবিবার নতুন আঙ্গিকের ক্লাব বিশ্বকাপের ফাইনালে চেলসির মুখোমুখি হবে পিএসজি।

You might also like!