Game

2 weeks ago

Football Update: আগের ম্যাচে জয়ের পর এবার হার নেইমারের সান্তোসের

Santos match result
Santos match result

 

এস্তাদিও, ২০ জুলাই : লিগে আগের ম্যাচে শীর্ষে থাকা ফ্লামেঙ্গোকে হারিয়ে জয় দেখেছিল সান্তোস। সেই ম্যাচে নেইমার জুনিয়রের দুর্দান্ত এক গোলে জয় পেয়েছিল পেইজিরা। কিন্তু পরের ম্যাচেই ছন্দপতনl লিগ টেবিলের মাঝের সারির ক্লাব মিরাসলের বিপক্ষে বড় ব্যবধানে হেরেছে নেইমাররা।

শনিবার (১৯ জুলাই) এস্তাদিও মিউনিসিপ্যাল জোসে মারিয়া দে ক্যাম্পোস মাইয়া স্টেডিয়ামে মিরাসলের বিপক্ষে ৩-০ গোলে হেরেছে সান্তোস। এদিন প্রথম একাদশে থাকা নেইমার পুরো ৯০ মিনিট মাঠে থাকলেও বিশেষ কিছু করতে পারেননি। মিরাসলের পক্ষে ছিকো, রেইনালদো মানোয়েল দা সিলভা ও ক্রিস্টিয়ান রেনাতো গোল তিনটি করেন।

এদিন বলের দখলে নেইমাররা এগিয়ে থাকলেও আক্রমণে ধার ছিল না সান্তোসের। পুরো ম্যাচে ৮টি শট নিলেও একটিও লক্ষ্যে রাখতে পারেনি সফরকারীরা। অন্যদিকে মিরাসল ১৮টি শট নিয়ে ১০টিই লক্ষ্যে রাখে।

৫ জয় ও ৬ ড্রয়ে ২১ পয়েন্ট নিয়ে মিরাসল পয়েন্ট টেবিলে সপ্তম স্থানে উঠেছে। ১৪ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে ১৪ নম্বরে সান্তোস।


You might also like!