Entertainment

16 hours ago

The Bengal Files: শেষ মুহূর্তে আটকালো বিবেক অগ্নিহোত্রীর ‘দ্য বেঙ্গল ফাইলস’!

Vivek Agnihotri's 'The Bengal Files’
Vivek Agnihotri's 'The Bengal Files’

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: *বিবেক অগ্নিহোত্রীর* 'দ্য বেঙ্গল ফাইলস' ছবিটি মুক্তির আগেই বিতর্কের কেন্দ্রবিন্দুতে চলে এসেছে। এটি পরিচালকের 'ফাইলস' ট্রিলজির তৃতীয় রাজনৈতিক থ্রিলার, যা নিয়ে নানা অভিযোগ উঠেছে। কখনও বাংলার ইতিহাস বিকৃতির অভিযোগ, আবার কখনও 'সস্তা সাম্প্রদায়িক উস্কানি'র অভিযোগ শোনা যাচ্ছে। এসব অভিযোগের পাশাপাশি পরিচালক নিজেই দাবি করেছেন, তিনি প্রাণনাশের হুমকি পাচ্ছেন। ইতিবাচক বা নেতিবাচক, সব ধরনের আলোচনায় ছবিটি মুক্তির আগেই আলোচনার শীর্ষে রয়েছে। সর্বশেষ খবর অনুযায়ী, ছবিটি শুধু ভারতেই নয়, বিদেশেও সেন্সর বোর্ডের জটিলতায় পড়েছে।

কথা ছিল, সেপ্টেম্বর মাসের ৫ তারিখ মুক্তি পাবে ‘দ্য বেঙ্গল ফাইলস’। কিন্তু বলিউড মাধ্যম সূত্রে খবর, নির্ধারিত দিনে ভারতে মুক্তি পেলেও আন্তর্জাতিক ময়দানের বেশকিছু জায়গায় এদিন রিলিজ করছে না ছবিটি। কারণ সেসব দেশের তরফে এখনও পর্যন্ত সেন্সরের ছাড়পত্র মেলেনি। দিন দুয়েক আগে পর্যন্ত এহেন গুঞ্জন শোনা গিয়েছে, এবার তাতেই সিলমোহর বসাল প্রযোজনা সংস্থা। আনুষ্ঠানিকভাবে তাঁদের তরফে জানানো হয়েছে, ‘মরিশাসে এখনও সেন্সরের ছাড়পত্র পাওয়া যায়নি। আর সেই প্রেক্ষিতেই সেদেশে আপাতত মুক্তি পাচ্ছে না ‘দ্য বেঙ্গল ফাইলস’। খুব শিগগিরিই মরিশাসের রিলিজ ডেট জানানো হবে।’

এমন আবহেই জানা গিয়েছে, আরব আমিরশাহী, সিঙ্গাপুর, মালয়েশিয়া এবং হংকংয়ের সেন্সর বোর্ড এখনও ছবিমুক্তিতে সবুজ সংকেত দেয়নি। কারণ সামাজিক-রাজনৈতিক ইস্যুর প্রেক্ষাপটে নির্মিত সিনেমাগুলি তাঁরা রীতিমতো আতসকাচের নিচে রেখে তারপর ছাড়পত্র দেয়। আর সেই অনুমতিপত্র না মেলায় বিদেশের একাধিক জায়গায় পিছোল ‘দ্য বেঙ্গল ফাইলস’-এর মুক্তি। উল্লেখ্য, এই ছবিতে মিঠুন চক্রবর্তী, অনুপম খের, দর্শন কুমার এবং পল্লবী যোশী-সহ বিশিষ্ট অভিনেতারা গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন। বিশেষ ভূমিকায় দেখা যাবে শাশ্বত চট্টোপাধ্যায়কে।

You might also like!