Entertainment

2 weeks ago

Bollywood Buzz:"পাকিস্তানের পতাকা উত্তোলন রণবীর সিংহের সিনেমার সেটে, ঘিরে উঠছে বিতর্কের ঝড়"

Ranveer Singh Pakistan flag controversy
Ranveer Singh Pakistan flag controversy

 

দুরন্তবার্তা ডিজিটাল ডেস্ক: পহেলগাঁও হামলার পর থেকেই ভারতে নিষিদ্ধ পাকিস্তানের শিল্পীরা। দুই দেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক কার্যত সম্পূর্ণরূপে বন্ধ। এর মধ্যেই নতুন করে বিতর্কে রণবীর সিংহ। তাঁর আসন্ন সিনেমা ‘ধুরন্ধর’-এর সেটে দেখা গেল পাকিস্তানের পতাকা উড়তে! নিজের ৪০তম জন্মদিনে ছবিটির প্রথম ঝলক শেয়ার করেন রণবীর। সেখান থেকেই একটি দৃশ্য দ্রুত ভাইরাল হয়ে যায়, যেখানে স্পষ্ট দেখা যায় পাকিস্তানের পতাকা। আর তাতেই ক্ষোভে ফেটে পড়েছে নেটিজেনরা, অনেকেই প্রশ্ন তুলেছেন—এটাই কি সিনেমার প্রয়োজনে, না কি অন্য কিছু?

রণবীর সিংহের নতুন ছবির সেটে পাকিস্তানের পতাকা দেখে অনেকেই প্রথমে ভেবেছিলেন, হয়তো শুটিংই হচ্ছে পাকিস্তানে। তবে বাস্তবটা একেবারেই আলাদা।  আদিত্য ধর পরিচালিত এই ছবির বেশ কিছু অংশে দেখা যাবে পাকিস্তানের প্রেক্ষাপট। সে সব দৃশ্যের পুরোটাই শুটিং করা হয়েছে পঞ্জাবের লুধিয়ানায় শহরে। । সেখানেই প্রায় ৬ একর জমির উপর বিশাল সেট নির্মাণ করেছেন শিল্প নির্দেশক সাইনি জোহরভ, যাতে ফুটিয়ে তোলা হয়েছে পাকিস্তানের পরিবেশ। এছাড়াও, ছবির কিছু অংশের শুটিং হয়েছে তাইল্যান্ডেও।

বেশ কয়েক দিন আগেই সাইনি জানান, এই ছবিতে পাকিস্তানের অলিগলি দেখা যাবে। পরিচালক হিসাবে আদিত্য ভীষণ খুঁতখুঁতে। কাজের সঙ্গে কোনও আপোস করতে রাজি নন তিনি। তাই সাইনির উপরে নির্দেশ ছিল হয় এ দেশে, নয় বিদেশে পাকিস্তানের নিখুঁত সেট তৈরি করতে হবে। পরিচালকের এই নির্দেশ চ্যালেঞ্জ হিসাবে নিয়েছিলেন শিল্প নির্দেশক। তিনি ইউটিউব থেকে ভিডিয়ো সংগ্রহ করেন। খুঁটিয়ে পড়েন পুরনো কিছু সংবাদপত্র। এ সব থেকে পাকিস্তানের রাস্তাঘাটের বর্ণনা সম্পর্কে ওয়াকিবহাল হন। তৈরি করে সেট।

যদিও একটা ছোট্ট দৃশ্য দেশেই অনেকেই ঝাঁপিয়ে পড়েছেন কটাক্ষে জর্জরিত করছেন। কেউ জানতে চেয়েছেন, ‘সেটে পাকিস্তানের পতাকা কেন রাখা হয়েছে?’ আবার কারও কটূক্তি, ‘বলিউডের পরিবেশ একেবারে নষ্ট হয়ে গিয়েছে।’ কেউ আবার রণবীর সিংহকে নির্লজ্জ বলে কটাক্ষ করতেও ছাড়েননি।


You might also like!