Entertainment

3 weeks ago

Arijit Singh: বৃষ্টির জেরে আটকে ছবির কাজ, কবে শুরু হবে অরিজিৎ-এর পরের শুট?

Arijit Singh shooting schedule
Arijit Singh shooting schedule

 

দুরন্তবার্তা ডিজিটাল ডেস্ক:  তিনি যেমন গায়ক, তেমনই পরিচালকও। এক দিকে তাঁর পরিচালিত ছবি ‘ধূমকেতু’র প্রথম গান ‘গানে গানে’ মুক্তির কয়েক ঘণ্টার মধ্যেই পৌঁছে গেছে ট্রেন্ডিং-১-এ। ইতিমধ্যেই গানটি ২ লক্ষেরও বেশি মানুষ শুনেছেন এবং পছন্দও করেছেন। মুক্তির অপেক্ষায় তাঁর প্রথম ছবি ‘সা’। ঠিক এই সময়ই অরিজিৎ সিংহ তাঁর আগামী ছবি পরিচালনা নিয়ে ব্যস্ত। গায়ক বোলপুরে তাঁর ছবির শুটিংয়ের জন্য জায়গা খুঁজছেন, এ কথা প্রথম জানিয়েছিল আনন্দবাজার ডট কম। সূত্রের খবর, সব ঠিক থাকলে জুলাইয়ের মাঝামাঝি ছবির শুটিং শুরু করতে চলেছেন অরিজিৎ।

জুনের মাঝামাঝি ভোরবেলা, ইলামবাজার ও আউশগ্রামের মতো বীরভূমের বিভিন্ন রাস্তায় দলবল নিয়ে ঘুরতে দেখা যায় গায়ক অরিজিৎকে। তখনই জল্পনা শুরু হয়—‘সা’ ছবির মুক্তির আগেই নাকি নতুন ছবির প্রস্তুতিতে নেমে পড়েছেন তিনি। তার পরনে ছিল  লাল টি-শার্ট, গামছায় মুখ আড়াল করে ঘুরেছিলেন সে দিন। কী বিষয় নিয়ে দ্বিতীয় ছবি বানাতে চলেছেন সুরকার-গায়ক, কারা অভিনয় করছেন, সে বিষয়ে মুখ বন্ধ রেখেছিলেন অরিজিৎ এবং তাঁর দলবল।

এ বার শোনা যাচ্ছে, অরিজিৎ তাঁর দ্বিতীয় ছবি ছোটদের জন্য বানাচ্ছেন। সম্ভবত, সেই ছবিতে তিনি রূপকথার গল্প তুলে ধরবেন। শুটিং শুরুর কথা ছিল আরও আগে। বৃষ্টির কারণে সেই পরিকল্পনা ভেস্তে যায়। খবর, প্রথম ছবি অরিজিতের জীবনের ছায়ায় তৈরি। দুটি পর্ব তার। প্রথম পর্বে লালু নামের এক শিশুকে ঘিরে গল্প শুরু। প্রাথমিক ভাবে ছবির নাম ঠিক হয়েছিল ‘লালু’। এতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেন ইন্দ্রদীপ দাশগুপ্ত, অনিন্দ্যপুলক বন্দ্যোপাধ্যায়, শ্রীদীপ মুখোপাধ্যায়-সহ এক ঝাঁক নবীন এবং জনপ্রিয় অভিনেতা। ছবির দ্বিতীয় ভাগে দেখা যাবে পরমব্রত চট্টোপাধ্যায়কে।


You might also like!