Country

1 month ago

বীরভূমের লাভপুরে খুন তৃণমূল নেতা, এক মহিলা-সহ আটক তিনজন

rinamool leader murdered Birbhum
rinamool leader murdered Birbhum

 

বীরভূম, ১৩ জুলাই : বীরভূম জেলার লাভপুরে খুন হলেন শাসকদলের এক নেতা। নিহত তৃণমূল নেতার নাম - পীযূষ ঘোষ। লাভপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কোমরপুর গ্রামের বাসিন্দা পীযূষ সক্রিয় ভাবে তৃণমূলের সঙ্গে যুক্ত ছিলেন। ওই এলাকায় তিনি তৃণমূলের অঞ্চল সভাপতি পদেও ছিলেন। রবিবার ভোররাতে তিনি খুন হয়েছেন। এই খুনের ঘটনায় এক মহিলা-সহ তিনজনকে আটক করেছে পুলিশ।

পীযূষের পরিবার জানিয়েছে, শনিবার রাতে খাওয়াদাওয়া সেরে শুয়ে পড়েছিলেন তিনি। ভোররাত ২টো নাগাদ ফোন আসে। কে ফোন করেছিলেন, তা জানা যায়নি। ফোন পেয়ে বাড়ি থেকে বাইক নিয়ে বেরিয়ে যান পীযূষ। কিন্তু কিছু ক্ষণের মধ্যে বাড়ির ৫০০ মিটার দূরত্বে তাঁর দেহ উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে খবর, মাথার পিছন থেকে গুলি করা হয়েছে। সেই গুলি মাথা ফুঁড়ে বেরিয়েছে সামনের দিক থেকে।

You might also like!