Country

1 month ago

Flood Ghats in Prayagraj: গঙ্গা ও যমুনার জল নিরন্তর বাড়ছে, জলের তলায় প্রয়াগরাজের ঘাট

Flood Ghats in Prayagraj
Flood Ghats in Prayagraj

 

প্রয়াগরাজ, ১২ জুলাই : উত্তর প্রদেশে অবিরাম বৃষ্টি হয়েই চলেছে, এর ফলে গঙ্গা ও যমুনা নদীর জলস্তর নিরন্তর বাড়ছে। ইতিমধ্যেই ডুবে গিয়েছে প্রয়াগরাজ ঘাট। শনিবার সকালে দেখা যায়, গঙ্গা ও যমুনা নদীতে জলস্তর দ্রুত বৃদ্ধি পাওয়ায় প্রয়াগরাজের ঘাটগুলি ডুবে গিয়েছে। একজন ব্যক্তি বলেছেন, "আগে জলস্তর প্রতিদিন এক ফুট বাড়ছিল এবং এখন ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। বৃষ্টিপাত এবং বাঁধের ফুটো জলস্তর বৃদ্ধি করছে।"


You might also like!