Country

1 month ago

Dr. Mohan Yadav: স্পেন সফরের অন্তিম দিন, বার্সেলোনার ঐতিহাসিক ও স্থাপত্য স্থান পরিদর্শন করবেন মুখ্যমন্ত্রী যাদব

Dr. Mohan Yadav
Dr. Mohan Yadav

 

বার্সেলোনা/ভোপাল, ১৯ জুলাই : শনিবার স্পেন সফরের চতুর্থ ও শেষ দিনে বার্সেলোনার সাংস্কৃতিক ও স্থাপত্য ঐতিহ্যবাহী স্থান পরিদর্শন করবেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ড. মোহন যাদব। মুখ্যমন্ত্রীর আজকের কর্মসূচি সম্পর্কে তথ্য জানিয়ে মুখ্যমন্ত্রীর মিডিয়া টিম অফিসার ববিতা মিশ্র বলেন, মুখ্যমন্ত্রী ড. যাদবের স্পেন সফরের শেষ দিনটি বার্সেলোনার বিখ্যাত পার্ক গুয়েল পরিদর্শনের মাধ্যমে শুরু হবে, যা স্থাপত্য ও প্রকৃতির সমন্বয়ের এক চমৎকার প্রতীক। তিনি সাগরদা ফ্যামিলিয়া গির্জাও পরিদর্শন করবেন, যা বিশ্বের অন্যতম অনন্য স্থাপত্য শৈলী হিসেবে পরিচিত। মুখ্যমন্ত্রী ডঃ যাদব বার্সেলোনার বিশ্ব বিখ্যাত পিকাসো জাদুঘরও পরিদর্শন করবেন। এই সফর কেবল সাংস্কৃতিক সমৃদ্ধির অভিজ্ঞতাই নয়, বরং মধ্যপ্রদেশের সৃজনশীল শিল্প এবং শিল্প-সম্পর্কিত ক্ষেত্রে সম্ভাবনার দৃষ্টিকোণ থেকেও গুরুত্বপূর্ণ হবে।

You might also like!