Country

2 months ago

Mumbai:মুম্বই হামলা : ১৩ আগস্ট পর্যন্ত বিচার বিভাগীয় হেফাজতে রানা

Mumbai attacks 2008
Mumbai attacks 2008

 

নয়াদিল্লি, ৯ জুলাই : মুম্বই হামলার (২৬/১১) অন্যতম চক্রী তাহাউর রানাকে আগামী ১৩ আগস্ট পর্যন্ত বিচারবিভাগীয় হেফাজতে পাঠালো বিশেষ এনআইএ আদালত। ২৬/১১ মুম্বই সন্ত্রাসী হামলার মূল চক্রী তাহাউর রানার বিচার বিভাগীয় হেফাজতের মেয়াদ বুধবার ১৩ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে। পূর্ববর্তী হেফাজতের মেয়াদ শেষ হওয়ার পর ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে তাকে হাজির করার পর দিল্লির পাটিয়ালা হাউস কোর্টের এনআইএ আদালত এই মেয়াদ বাড়ানোর অনুমতি দেয়।

চলতি বছরের এপ্রিলে রানাকে আমেরিকা থেকে প্রত্যর্পণ করা হয়েছিল। এনআইএ রানার বিরুদ্ধে একটি সাপ্লিমেন্টারি চার্জশিট দাখিল করেছে। আদালত ১৩ আগস্ট সাপ্লিমেন্টারি চার্জশিটটি বিবেচনা করবে। ২৬/১১ মুম্বই হামলা নাম জড়িয়েছিল পাক বংশোদ্ভূত কানাডার নাগরিক রানার।



You might also like!