Country

1 month ago

Landslide in Himachal Pradesh: হিমাচল প্রদেশে পাহাড় ধসে চরম দুর্ভোগ, বন্ধ ২০০-র বেশি রাস্তা

Landslide in Himachal Pradesh
Landslide in Himachal Pradesh

 

শিমলা, ১৪ জুলাই  : টানা বৃষ্টিতে আবারও বিপর্যস্ত হিমাচল প্রদেশ। সোমবার সকাল পর্যন্ত রাজ্যের জাতীয় সড়ক-সহ মোট ২০৮টি রাস্তা পাহাড় ধসের জেরে বন্ধ হয়ে যায়। মাণ্ডি জেলার অবস্থা সবচেয়ে ভয়াবহ, সেখানে একাই ১৫৭টি রাস্তা ও একাধিক বিদ্যুৎ ও পানীয় জলের প্রকল্প স্তব্ধ। সোমবার আবহাওয়া দফতর ২০ জুলাই পর্যন্ত রাজ্যের বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনায় হলুদ সতর্কতা জারি করেছে। নদীগুলির জলস্তর দ্রুত বাড়তে থাকায় নিচু এলাকাগুলিতে সতর্কতা জারি হয়েছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, উদ্ধার ও মেরামতির কাজ চলছে। পরিস্থিতির উপর কড়া নজর রাখা হচ্ছে।

চণ্ডীগড়-মানালি জাতীয় সড়ক ফের বন্ধ হয়ে পড়েছে চার মাইল এলাকার কাছে, পাহাড় থেকে নতুন করে মাটি ও পাথর খসে পড়ায়। রবিবার রাতেই সেখানে মাটি ধসে পড়ে। কিছুদিন আগেই দীর্ঘ ২৮ ঘণ্টা চেষ্টার পর এই রাস্তা সচল হয়েছিল। প্রাকৃতিক বিপর্যয়ের এখনও পর্যন্ত বর্ষার মরশুমে ৯৮ জনের মৃত্যু হয়েছে, নিখোঁজ ৩৫ জন। কেবল মাণ্ডিতেই ২১ জনের মৃত্যু, সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি। ১০৩৮টি বাড়ি ভেঙে বা ক্ষতিগ্রস্ত, ধ্বংস হয়েছে ১৮৮টি দোকান ও ৭৮৮টি গোশালা। ৭৭০ কোটি টাকার সম্পত্তির ক্ষতি, যার মধ্যে ৪০৯ কোটি জল শক্তি ও ৩৪৫ কোটি টাকার ক্ষতি পিডব্লুডি-র।

You might also like!