Country

6 days ago

Delhi Weather Alert: ভারী বৃষ্টি দিল্লিতে, দমকা হাওয়া ও বর্ষণে বিঘ্নিত উড়ান পরিষেবা

Indira Gandhi International Airport
Indira Gandhi International Airport

 

নয়াদিল্লি, ২৯ জুলাই : ভারী বৃষ্টিতে ভিজল রাজধানী দিল্লি, প্রবল বৃষ্টির পাশাপাশি মঙ্গলবার সকালে দিল্লিতে দমকা হাওয়াও বইতে থাকে। ভারী বৃষ্টি ও দমকা হাওয়ার কারণে দিল্লি বিমানবন্দর থেকে এদিন সকালে বিমান পরিষেবা বিঘ্নিত হয়েছে। বেশ কিছু বিমান বিলম্বিত হয়েছে। পাশাপাশি ভারী বৃষ্টির জেরে দিল্লির বিভিন্ন অংশে জল জমে যাওয়ায় দুর্ভোগে পড়তে হয়েছে দিল্লীবাসীকে। মুষলধারে বৃষ্টিতে দিল্লির ডেভিল এলাকায় রাস্তা জলমগ্ন হয়ে পড়ে। দিল্লির প্রগতি ময়দান এলাকাতেও ভারী বৃষ্টিপাত হয়েছে। দিল্লির মিন্টো ব্রিজ, আইটিও ক্রসিং, রাজাজি মার্গ প্রভৃতি এলাকায় এদিন সকালে মুষলধারে বৃষ্টি হয়। শুধুমাত্র দিল্লি নয়, মঙ্গলবার দেশের অন্যান্য অংশেও বৃষ্টি হয়েছে। যেমন উত্তরাখণ্ডের দেহরাদূন, বিহারের পাটনাতেও ভারী বৃষ্টিপাত হয়েছে।


You might also like!