দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ পেশায় তিনি অভিনেতা তবে নেশা তার জনগনের সেবা করা। কখনও খুদেকে নতুন জীবন দান করেছেন, আর কোভিড কালে তার অবদান দেশের মানুষ কখনই ভুলবেন না , ভক্তদের কাছে তিনি ‘ভগবান’-র থেকে কিছু কম নন, ঠিকই অনুমান করেছেন তিনি সোনু সুদ।
বিভিন্ন সামাজিক কার্যাবলীর জন্য বারবার তার নাম উঠে এসেছে সংবাদ মাধ্যমের শিরোনামে, আবার একবার তিনি চর্চায় তবে এবার এক অন্য কারনে, হায়দরাবাদের কোন্ডাপুরের কাছে গিসমত জেল মান্ডি নামক রেস্তরাঁয় ভারতের সবচেয়ে বড় থালি পরিবেশন করা হবে গ্রাহকদের জন্য, আর সেই থালির নামকরন করা হয়েছে সোনু সুদের নামে।
সূত্রের খবর, রেস্তরাঁর এই প্রচেষ্টাকে স্বাগত জানিয়েছেন সোনু। রেস্তরাঁটির প্রতিষ্ঠাতা গৌতম চৌধুরী জানিয়েছেন, অভিনেতা সোনু সুদের বড় হৃদয়ের কারণেই তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন।
থালিটি একসঙ্গে ১২ জন ভাগ করে খেতে পারবেন। এই থালিতে মূলত মান্ডি বিরিয়ানি পরিবেশন করা হবে। বিরিয়ানির পাশাপাশি থাকবে কবাবের নানা পদ! এই অভিনব ভাবনা ইতিমধ্যেই অন্ধ্রপ্রদেশ ও তেলঙ্গানায় বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। দেশ জুড়ে এই রেস্তরাঁর ১৭টি শাখাতেই পাওয়া যাচ্ছে এই থালি। উল্লেখ্য, এই থালির সূচনা করতে অভিনেতা নিজেই এই রেস্তরাঁয় উপস্থিত ছিলেন।