Cooking

2 years ago

Bengali Recipe স্বাদ বদল করতে চান! তবে বানিয়ে ফেলুন আমিষ বিউলির ডাল, চিংড়ি আর ডালের মেলবন্ধনে মনে পড়বে পুরানো কলকাতাকে

Chinri Dal Recipe
Chinri Dal Recipe

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ডাল ছাড়া বাঙালির ভুড়িভোজ কিন্তু অসম্পূর্ণ, তবে রোজ রোজ একইরকম পাতলা ডাল ভাল যদি না লাগে তবে পুরোনো কলকাতার রেসিপি আমিষ বিউলির ডাল বানিয়ে ফেলুন। বাংলার এই সাবেক রেসিপি আপনার নিশ্চয়ই ভাল লাগবে। 

উপকরণ:

বিউলির ডাল: ১৫০ গ্রাম

কুচো চিংড়ি: ২৫০ গ্রাম

পেঁয়াজ কুচি: ৬ টেবিল চামচ

আদা-রসুন বাটা: ২ টেবিল চামচ

টম্যাটো কুচি: ৬ টেবিল চামচ

কাঁচা লঙ্কা: ৪টি

হলুদ গুঁড়ো: ১ চামচ

লঙ্কা গুঁড়ো: ১ চামচ

ধনে গুঁড়ো: ২ চামচ

শুকনো লঙ্কা: ২টি

ভাজা মৌরি: ১ টেবিল চামচ

গরম মশলার গুঁড়ো: ১ চা চামচ

সর্ষের তেল: ৩ টেবিল চামচ

নুন: পরিমান মত 

চিনি: স্বাদ মতো 

প্রণালী:

বিউলির ডাল শুকনো কড়াইতে ভেজে নিন। তার পর ভাল করে ধুয়ে নিয়ে নুন, হলুদ দিয়ে সেদ্ধ করে নিন। এ বার কড়াইতে সর্ষের তেল গরম করে চিংড়িগুলি ভেজে তুলে নিন। সেই তেলেই মৌরি ও শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি, আদা-রসুন বাটা, কাঁচা লঙ্কা ও টম্যাটো দিয়ে ভাল করে কষিয়ে নিন। মশলার কাঁচা গন্ধ চলে গেলে তাতে সব রকম গুঁড়ো মশলা দিয়ে আরও কিছু ক্ষণ নাড়াচাড়া করুন। মশলা থেকে তেল ছেড়ে এলে ভেজে রাখা চিংড়িগুলি মিশিয়ে দিন। তার পর সেদ্ধ করে রাখা ডাল দিয়ে ভাল করে নাড়াচাড়া করুন। স্বাদ মতো নুন-চিনি দিয়ে কড়াই ঢেকে দিন। মিনিট পনেরো পর ঢাকা খুলে দেখুন। ডাল ঘন হয়ে এলে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে গ্যাসের আঁচ বন্ধ করে দিন। তৈরি হয়ে যাবে আপনার আমিষ বিউলির ডাল। ভাত বা রুটির সাথে গরমাগরম পরিবেশন করুন কুচো চিংড়ি দিয়ে আমিষ বিউলির ডাল। 

You might also like!