West Bengal

2 weeks ago

TMC martyrs day Accident: শহিদ দিবসের সমাবেশে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে তৃণমূল সমর্থকদের গাড়ি, আহত তিন

TMC martyrs day Accident
TMC martyrs day Accident

 

হাওড়া, ২১ জুলাই  : সোমবার ২১শে জুলাই কলকাতার ধর্মতলায় শহিদ দিবসের সমাবেশে যোগ দিতে যাওয়ার পথে হাওড়ার জগৎবল্লভপুর থানা এলাকায় দুর্ঘটনার কবলে তৃণমূল কংগ্রেস সমর্থকদের একটি গাড়ি। তৃণমূল কর্মী সমর্থকদের গাড়ি ধাক্কা মারে বাসে। গাড়ির ছাদ থেকে নীচে পড়ে গুরুতর চোট পান কয়েকজন। তাঁদের মধ্যে এক জনের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয় সূত্রে জানা গেছে, হুগলি জেলার খানাকুলের বালিপুর এলাকা থেকে প্রায় ৩০-৩৫ জন তৃণমূল কর্মী শহিদ দিবসের সমাবেশে অংশগ্রহণের জন্য একটি গাড়িতে ধর্মতলা যাচ্ছিলেন। জগৎবল্লভপুরের হাওয়াখানা এলাকা দিয়ে গাড়িটি যাওয়ার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে সামনের দিকে যাওয়া একটি বাসের সাথে ধাক্কা খায়। ঘটনাস্থলে গাড়ির ছাদ থেকে নীচে পড়ে যান বেশ কয়েকজন। এই দুর্ঘটনায় তিনজন গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের জগৎবল্লভপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে, যাকে প্রাথমিক চিকিৎসার পর কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে জগৎবল্লভপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে।

You might also like!