West Bengal

2 weeks ago

Mamata Banerjee:“একজনের নাম বাদ পড়লেই রাস্তায় নামব” — মমতার কড়া বার্তা নির্বাচন কমিশনকে

Mamata Banerjee,
Mamata Banerjee,

 

দুরন্তবার্তা ডিজিটাল ডেস্ক : ১৯৯৩ সালে সচিত্র ভোটার পরিচয়পত্রের দাবিতে কলকাতার রাজপথে নেমেছিলেন তৎকালীন যুব কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তখনও তাঁর আক্রমণের লক্ষ্য ছিল নির্বাচন কমিশন। ৩২ বছর পর, ২০২৪-এর একুশে জুলাইয়ের মঞ্চ থেকে ফের একইরকম সুরে কমিশনের বিরুদ্ধে লড়াইয়ের বার্তা দিলেন তিনি। মমতা স্পষ্ট জানিয়ে দিলেন—বাংলায় যদি একজনের নামও ভোটার তালিকা থেকে বাদ যায়, তাহলে তৃণমূল কংগ্রেস রাস্তায় নেমে আন্দোলনে ঝাঁপাবে। শুরু হবে গণআন্দোলন, যাতে কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলা হবে।

মমতার দাবি, যেভাবে নির্বাচন কমিশন ভোটার তালিকা থেকে নাম বাদ দিচ্ছে, সেটা সুপার এমার্জেন্সির শামিল। একুশের মঞ্চে তৃণমূল কংগ্রেস নেত্রী অভিযোগ করলেন, “বিহারে নির্বাচন কমিশন থেকে নাম বাদ দিচ্ছে। গুজরাটে বসে বাংলার মানুষের নাম কাটছে। একজন বাঙালির সঙ্গে চারজন ভিনরাজ্যের মানুষের নাম ঢুকিয়ে দিচ্ছে।” সঙ্গে মমতার হুঁশিয়ারি, “বাংলার একজনের নামও ভোটার তালিকা থেকে বাদ পড়লে আন্দোলন হবে। দরকারে দিল্লিরাজের পতন ঘটাতে হবে। দিল্লিতে গিয়ে আন্দোলন হবে। কমিশনের দপ্তর ঘেরাও হবে।”

বিহারে ভোটার তালিকা সংশোধনের কাজ করছে নির্বাচন কমিশন। যাকে বলা হচ্ছে ‘স্পেশাল ইনটেনসিভ রিভিশন’। অবৈধ অনুপ্রবেশকারী- সহ অযোগ্য ভোটারদের তালিকা থেকে বাদ দেওয়ার লক্ষ্যেই এই পদক্ষেপ করা হচ্ছে বলে জানিয়েছে কমিশন। তারা বলেছে, যাতে শুধুমাত্র যোগ্য ভারতীয় নাগরিকরাই ভোটানের অধিকার পান সেটা নিশ্চিত করতেই এই সংশোধনী। কিন্তু তৃণমূলের অভিযোগ, কমিশনের এই পদক্ষেপ আসলে ঘুরপথে এনআরসির চেষ্টা। বেছে বেছে বিরোধী ভোটারদের এবং সংখ্যালঘুদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার চেষ্টা হচ্ছে।

মমতার (Mamata Banerjee) অভিযোগ, বাংলা বললেই রোহিঙ্গা বলে দেগে দেওয়ার চেষ্টা করছে কেন্দ্র সরকার। ভিনরাজ্যে বাংলাভাষীদের ডিটেনশন ক্যাম্পে রাখা হচ্ছে। অন্তত হাজারখানেক বাঙালিকে ডিটেনশন ক্যাম্পে রাখা হয়েছে। কতজনকে ‘পুশব্যাক’ করা হয়েছে, সেই সংখ্যাটা এখনও অজানা। মুখ্যমন্ত্রীর সাফ কথা, বাঙালির উপর অত্যাচার, বা ভোটার তালিকায় নাম কেটে দেওয়ার অপচেষ্টা কোনওভাবেই বরদাস্ত করা যাবে না।


You might also like!