West Bengal

2 weeks ago

Samik Bhattacharya: পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা সম্পূর্ণ ভেঙে পড়েছে,শমীক ভট্টাচার্য

Samik Bhattacharya
Samik Bhattacharya

 

হাওড়া, ১৯ জুলাই : পাটনার পরস হাসপাতালে গ্যাংস্টার চন্দন মিশ্রকে হত্যার ঘটনায় কলকাতার নিউটাউন থেকে কমপক্ষে ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এই বিষয়টি সামনে আসতেই ফের পশ্চিমবঙ্গ সরকারের তীব্র সমালোচনা করলেন শমীক ভট্টাচার্য। শনিবার হাওড়ায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বলেছেন, "পশ্চিমবঙ্গের সমাজ-বিরোধী এবং কট্টর অপরাধীদের পুরো নেটওয়ার্ক এখন বিশ্বাস করে, এই সরকার তাদের সরকার। পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতি আইন-শৃঙ্খলার সম্পূর্ণ পতন হয়েছে।" উল্লেখ্য, বিহারের বক্সার জেলার বাসিন্দা চন্দন মিশ্র, সে খুনের আসামি ছিল এবং প্যারোলে মুক্তি পেয়েছিল। গত বৃহস্পতিবার সকালে পাটনার একটি বেসরকারি হাসপাতালের ভিতরে বন্দুকবাজরা তাকে গুলি করে খুন করে। এই খুনের ঘটনার তদন্তে নেমে ৫ অভিযুক্তকে নিউটাউন থেকে গ্রেফতার করেছে পুলিশ।

You might also like!