West Bengal

3 weeks ago

Varanasi Ganga Alert:বারাণসীতে বাড়ছে গঙ্গার জলস্তর, বোট সার্ভিস আপাতত স্থগিত

ganga water level varanasi
ganga water level varanasi

 

বারাণসী, ১৩ জুলাই : অবিশ্রান্ত বৃষ্টি উত্তর প্রদেশের বিভিন্ন অংশে। লাগাতার বৃষ্টিতে উত্তর প্রদেশের বারাণসীতে বাড়ছে গঙ্গা নদীর জলস্তর। রবিবার গঙ্গার জল ৬৬.৬ মিটারে প্রবাহিত হতে দেখা যায়, যা বিপদসীমার মাত্র ৩.৪ মিটার নিচে। ক্রমবর্ধমান জল নদীর তীরবর্তী মন্দিরগুলিকে ডুবিয়ে দিয়েছে এবং ৮৪টি ঘাটে যাতায়াত ব্যাহত করেছে। পবিত্র শ্রাবণ মাসে নৌকা পরিষেবা স্থগিত করা হয়েছে। পুরোহিত ভারত পান্ডে বলেন, "গঙ্গার জলস্তর বৃদ্ধি শুরু হওয়ার পর থেকে প্রায় ১৫ দিন হয়ে গেছে, ২৮ জুনের দিকে জল বাড়তে শুরু করেছে। ১২ জুলাই পর্যন্ত, জল কমপক্ষে ৪৫টি ধাপের উপরে উঠে গেছে, যার ফলে ঘাটের কাছে পঞ্চকোশি রুটের পথ এবং মন্দিরগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে।"


You might also like!