kolkata

1 year ago

Sandeshkhali ED Raid: কেন শাহজাহান আত্মসমর্পন করছেন না, আদালতে প্রশ্ন বিচারপতির

Why is Shah Jahan not surrendering, the judge asked in the court
Why is Shah Jahan not surrendering, the judge asked in the court

 

কলকাতা, ১৫ জানুয়ারি : সন্দেশখালির ঘটনার মামলায় সোমবার বিচারপতি জয় সেনগুপ্তের দৃষ্টি আকর্ষণ করেন মূল অভিযুক্ত তৃণমূল নেতা শেখ শাহজাহানের আইনজীবী। তিনি বলেন, তাঁর মক্কেলও ওই মামলায় যুক্ত হতে চান। বিচারপতি তৃণমূল নেতার আইনজীবীকে প্রশ্ন করেন, 'আত্মসমর্পন করছেন না কেন?''

এই মামলায় কেস ডায়েরি সোমবার তলব করল আদালত, মঙ্গলবার ফের শুনানি। সন্দেশখালির ঘটনায় রাজ্য পুলিশের তদন্তে সংশয় প্রকাশ করেন বিচারপতি জয় সেনগুপ্ত। রাজ্য এখনো ন্যাজাট থানার তদন্তে ভরসা রাখছে কি করে ? প্রশ্ন তোলেন বিচারপতি।

তিনি বিস্ময় প্রকাশ করে বলেন, 'শেখ শাহজাহান বাড়ির ভেতর থেকে উস্কানি দিয়েছে বলে অভিযোগ করা হচ্ছে। অথচ পুলিশ বাড়ির ভেতর ঢুকলই না, বাড়িতে না ঢুকেই স্বতঃপ্রণোদিত এফআইআর।' পাশাপাশি রাজ্যকে বিচারপতি প্রশ্ন করেন, 'এফআইআর দায়ের হওয়ার পরে বাড়ি সিল করেননি কেন? খুনের চেষ্টার ধারায় মামলা রুজু হওয়া উচিত ছিল। ৩০৭ ধারায় মামলা রুজু হওয়া উচিত ছিল।'

হামলার দিনের ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেফতার করা গিয়েছে কিনা তা জানতে চেয়ে রাজ্যকে প্রশ্ন বিচারপতির। তার উত্তরে রাজ্য জানায়, 'এখনও পর্যন্ত চারজনকে গ্রেফতার করা গিয়েছে।' তখন বিচারপতি প্রশ্ন করেন, '১ হাজার জনের মধ্যে চারজন গ্রেফতার হয়েছে। তাইতো?' মূল অভিযুক্ত শাহজাহানকে গ্রেফতার করে বিচার দিন, রাজ্যের উদ্দেশে মন্তব্য বিচারপতির।

গত ৫ জানুয়ারি সন্দেশখালির নেতা শাহজাহানের বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে গ্রামবাসীদের হাতে আক্রান্ত হন ইডির আধিকারিকেরা। ওই ঘটনায় জখম হয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তিন ইডি কর্তাকে। এ নিয়ে পরে মামলাও হয় কলকাতা হাই কোর্টে। ঘটনাটির সিবিআই তদন্ত চেয়ে হাই কোর্টে মামলা করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি।


You might also like!