kolkata

1 year ago

Mamata Banerjee : কী হবে দক্ষিণেশ্বরে স্কাইওয়াকের ভবিষ্যৎ? জানালেন মমতার

Mamata Banerjee  (File picture)
Mamata Banerjee (File picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ রেলের সম্প্রসারণের জন্য জমি দরকার আর তাই রেল মন্ত্রক রাজ্য সরকারকে জানিয়েছে, দক্ষিণেশ্বরে স্কাইওয়াক ভেঙে দেওয়া হোক।রেলের সেই প্রস্তাব কার্যত নস্যাৎ করে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী সাফ জানিয়ে দিয়েছেন, কোনও প্রশ্নই ওঠে না।

দক্ষিণেশ্বরে ভবতারিণী কালী মায়ের মন্দির নিয়ে গোটা বাংলার আবেগ রয়েছে। আগে সংকীর্ণ পথ দিয়ে চলতে অসুবিধা হত দর্শনার্থীদের। সেই কারণেই স্কাইওয়াক তৈরি করেছিল সরকার। সে জন্য রাজ্য সরকারের প্রচুর অর্থ খরচ হয়েছে শুধু নয়, নবান্নর বক্তব্য এতে লক্ষ লক্ষ দর্শনার্থীদের সুবিধা হয়েছে। রাজ্যের গর্বও এই স্কাইওয়াক। তাই ভেঙে ফেলার প্রশ্নই নেই।

সরকারি প্রকল্পের জন্য জনস্বার্থে জমি অধিগ্রহণের ব্যবস্থা রয়েছে আইনে। সরকার চাইলে সাধারণ মানুষের স্বার্থে জমি অধিগ্রহণ করতে পারে। সেক্ষেত্রে বাজারমূল্যে ক্ষতিপূরণ ও পুনর্বাসন দিতে হবে। রেলের প্রকল্প হল কেন্দ্রীয় সরকারের প্রকল্প। এ ধরনের প্রকল্প তৈরি বা সম্প্রসারণের জন্য জমির প্রয়োজন হলে রেল রাজ্য সরকারকেই জানায়। রাজ্য সরকার জমি অধিগ্রহণ করে রেলকে দেয়।

নবান্ন সূত্রে বলা হচ্ছে, রেল মন্ত্রককে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে যে সম্প্রসারণের জন্য বিকল্প জমির ব্যবস্থা সরকার করার চেষ্টা করবে। কিন্তু তা হলে স্কাইওয়াকে হাত লাগানো যাবে না।

রেলের সঙ্গে নব্য তৈরি বচসা এখানেই থেমে নেই। আলিপুর বডিগার্ড লাইনস এর জমিও চেয়েছে রেল। জোকা মেট্রোর সম্প্রসারণের জন্য ওই জমি চাওয়া হয়েছে। কিন্তু জানা গিয়েছে, রাজ্য সরকার সেখান থেকেও জমি দিতে নারাজ। রাজ্য রেলকে জানিয়েছে যে, আলিপুর বডিগার্ড লাইনসের পাশে প্রতিরক্ষা মন্ত্রকের জমি রয়েছে। রেল প্রতিরক্ষা মন্ত্রকের থেকে জমি চেয়ে নিক। তাতে বরং সুবিধাই হবে রেলের।

You might also like!