kolkata

1 year ago

WB TET : আজ রাজ্যজুড়ে টেট, সকাল থেকেই চলছে মেট্রো, কড়া নিরাপত্তা পরীক্ষাকেন্দ্রগুলিতে

Primary Teacher Recruitment Test Tate
Primary Teacher Recruitment Test Tate

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ আজ রাজ্যজুড়ে অনুষ্ঠিত হতে চলেছে প্রাথমিকে শিক্ষক নিয়োগের পরীক্ষা টেট । প্রায় তিন লাখ পরীক্ষার্থী শিক্ষক নিয়োগের এই পরীক্ষায় বসতে চলেছেন। নির্বিঘ্নে টেট পরিচালনা করাই প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ । আবার আজই রয়েছে ব্রিগেড ময়দানে লক্ষ কণ্ঠে গীতাপাঠ কর্মসূচি । তাই পরীক্ষার্থীদের যাতে সমস্যা না হয়, তার জন্য রবিবার বাড়তি মেট্রো চালানোর ঘোষণা করেছে মেট্রো । এছাড়া, রাস্তায় যাতে পর্যাপ্ত পরিমাণ বাস, অটো থাকে, তাও নিশ্চিত করেছে রাজ্য সরকার ।

রবিবার বেলা ১২টা থেকে শুরু হবে পরীক্ষা । দুপুর ২টো পর্যন্ত চলবে । এবার টেট-এ আড়াই ঘণ্টা আগে থেকেই পরীক্ষার্থীরা পরীক্ষাকেন্দ্রে ঢুকতে পারবেন । নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে । দুই দফায় চেকিং করা হবে । প্রথম দফায় মেটাল ডিটেক্টর দিয়ে চেকিং করা হবে । দ্বিতীয় দফায় ফ্রিস্কিং করা হবে পরীক্ষার্থীদের। নিরাপত্তা সংক্রান্ত যাবতীয় পর্ব শেষ হলে পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ডে তা লিখতে হবে আধিকারিকদের । তারপরই পরীক্ষার্থীরা পরীক্ষাকেন্দ্রে ঢুকতে পারবেন।

পরীক্ষার্থীদের সুবিধার্তে রবিবার সকাল থেকেই চালু হয়ে গিয়েছে মেট্রো । মেট্রো সূত্রে জানানো হয়েছে, সাধারণত রবিবার ১৩০টি মেট্রো চলে। তার পরিবর্তে এই সপ্তাহে ২৩৪টি মেট্রো চলাচল করবে। সকাল ৯টার পরিবর্তে এদিন দমদম এবং নিউ গড়িয়া থেকে প্রথম মেট্রো ছেড়েছে সকাল ৬টা ৫০ মিনিটে । অন্যদিকে, সকাল ৭টায় রয়েছে দক্ষিণেশ্বর থেকে নিউ গড়িয়া মেট্রো। পরীক্ষা শেষ হওয়ার পর দশ মিনিট অন্তর ট্রেন চলছে ৷

You might also like!