kolkata

1 year ago

Kolkata Metro Service: মেট্রোয় নতুন চমক! শীঘ্রই চালকহীন মেট্রো পেতে চলেছে তিলোত্তমা

Kolkata Metro Service (File Picture)
Kolkata Metro Service (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ দেশের প্রথম মেট্রো চলাচলকারী শহর পেতে চলেছে চালকবিহীন মেট্রো। অত্যাধুনিক প্রযুক্তির অটোমেটেড মেট্রো চালু হতে পারে কিছুদিনের মধ্যেই। ইতিমধ্যেই চালকবিহীন মেট্রোর ট্রায়াল রান সম্পন্ন হয়েছে। অপেক্ষা কিছুদিনের। দেশের দ্বিতীয় শহর হিসেবে কলকাতাতে চালকবিহীন মেট্রো শুরু হতে চলেছে কিছুদিনের মধ্যেই। ইস্ট ওয়েস্ট মেট্রো লাইনে প্রথম চালকবিহীন মেট্রো চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। দেশের রাজধানী দিল্লিতে পিঙ্ক এবং ম্যাজেন্টা লাইনে এই পরিষেবা চালু হয়েছে। এবার পালা আমাদের তিলোত্তমার। 

মেট্রো রেলওয়ে সূত্রে জানা গিয়েছে, শিয়ালদা থেকে সেক্টর ৫ রুটে খুব শীঘ্রই চালকবিহীন মেট্রো চালু হবে। এর পাশাপাশি আগামী দিনে হাওড়া ময়দান থেকে সেক্টর ৫ পর্যন্ত রুটেও এই মেট্রো চালুর সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে এই পথে চালকহীন মেট্রোর সফল ট্রায়াল রান সম্পন্ন হয়েছে। আরও কিছু নিরাপত্তা সংক্রান্ত ব্যবস্থা খতিয়ে দেখার পরেই শহরে নতুন প্রযুক্তির এই পরিষেবা চালু হওয়ার কথা জানা যাচ্ছে।

জানা গিয়েছে, অত্যাধুনিক এই প্রযুক্তিকে বলা হয় অটোমেটিক ট্রেন অপারেশন। এই পদ্ধতির সাহায্যে কোনও মোটরম্যান বা চালক ছাড়াই ছুটবে মেট্রো। যে রুটে এই অটোমেটিক মেট্রো চলবে, সেখানে সিগন্যালিং ব্যবস্থা পরিচালিত হবে কমিউনিকেশন বেসড ট্রেন কন্ট্রোলের (CBTC) সিস্টেমের মাধ্যমে। উন্নততর এই সিগন্যালিং সিস্টেম রয়েছে ইস্ট ওয়েস্ট মেট্রো রুটে। সেই কারণেই রুটে এটিও প্রযুক্তিতে চালকহীন মেট্রো চালানো সম্ভব।

প্রসঙ্গত, চালকযুক্ত মেট্রোতে 'হিউম্যান এরর' হওয়ার সম্ভাবনা থাকে। তবে এক্ষেত্রে সেটা নেই। অনেক সময়, চালকের ভুলে দরজা খোলাপড়া নিয়ে সমস্যা তৈরি হয়। ডানদিকের বদলে বাম দিকের দরজা খুলে যায়। অটোমেটিক সিস্টেমে সেই ত্রুটি হওয়ার কোনও জায়গা নেই। যন্ত্র ও প্রযুক্তির সাহায্য এই পরিষেবা পরিচালিত হওয়ায় এই ধরনের ছোটখাটো ত্রুটি হওয়ার কোনও জায়গা নেই। 

সূত্রের খবর, প্রযুক্তির উন্নতি ঘটিয়ে আগামী দিনে নিউ গড়িয়া থেকে এয়ারপোর্ট এবং জোকা রুটেও এই চালকহীন মেট্রো পরিষেবা চালু করার সম্ভাবনা রয়েছে। তবে আপাতত শিয়ালদা সল্টলেক রুটে এই পরিষেবা চালু করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। 

You might also like!