কলকাতা, ২৮ ডিসেম্বর : আপাতত কনকনে শীতের আমেজ উপভোগ করতে পারবে না কলকাতা তথা লাগোয়া জেলাগুলি। এ বছরের শেষ পর্যন্ত অর্থাৎ ৩১ ডিসেম্বর পর্যন্ত পারদ-পতনের তেমন কোনও পূর্বাভাস নেই। তবে, ১ জানুয়ারির পর থেকে তাপমাত্রা কিছুটা কমতে পারে। ১ জানুয়ারির পর থেকে কয়েকদিনে ২-৩ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমতে পারে বলে আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে পূর্বাভাসে জানানো হয়েছে।
আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর-পশ্চিমী বাতাসের কোনও আগমণ এখন হচ্ছে না। তাছাড়া একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে বাংলাদেশ ও সংলগ্ন এলাকায়; উত্তুরে হাওয়ার ঠিকভাবে ঢুকতে পারছে না। সেই কারণেই তাপমাত্রা কমছে না, বরং স্বাভাবিকের ওপরেই রয়েছে। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত এমনই আবহাওয়া থাকবে। তবে, ১ জানুয়ারির পর উত্তুরে হাওয়া ঢুকলেই তাপমাত্রা কমবে।
আবহাওয়া দফতর আরও জানিয়েছে, আগামী কয়েকদিনের মধ্যে বৃষ্টির কোথাও কোনও সম্ভাবনা নেই। তবে, কলকাতায় শীত অনুভূত না হলেও, গ্রাম বাংলায় ভোরে ও রাতের দিকে হালকা ঠান্ডা মালুম হচ্ছে। শীত ভালোই টের পাওয়া যাচ্ছে পশ্চিমের জেলাগুলিতে। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি।