kolkata

1 year ago

Fire At Paper Mill :হাওড়ায় কাগজের মিলে ভয়াবহ আগুন, ক্ষয়ক্ষতির পরিমাণ প্রচুর

Fire At Paper Mill
Fire At Paper Mill

 

হাওড়া, ১৯ ডিসেম্বর : হাওড়ার রানিহাটি এলাকায় ভয়াবহ আগুন লাগল একটি কাগজের মিলে। মঙ্গলবার ভোর ৪.৩০ মিনিট নাগাদ ওই পেপার মিলে আগুন লাগে। কাগজ-সহ অন্যান্য দাহ্য পদার্থ থাকার কারণে দ্রুত সেই আগুন গোটা কারখানায় ছড়িয়ে পড়ে। আগুন লাগার খবর পেয়ে দমকলে খবর পাঠান কারখানার কর্মী এবং এলাকার স্থানীয়েরা। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্জিন গিয়ে পৌঁছয়। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই।

তবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রচুর বলে জানা গিয়েছে। কী ভাবে কারখানায় আগুন লেগেছে তা এখনও জানা যায়নি। তবে দমকল কর্মীদের অনুমান, শর্ট সার্কিট থেকে এই আগুন লাগতে পারে। দমকল অফিসার রঞ্জন কুমার ঘোষ বলেছেন, "ভোর সাড়ে চারটে নাগাদ আমরা আগুন লাগার খবর পাই, দমকলের ৫টি ইঞ্জিন পৌঁছে আগুন আয়ত্তে এনেছে। এ ঘটনায় হতাহতের কোনও তথ্য নেই।"


You might also like!