দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ নতুন বছরে রেকর্ড গড়ল কলকাতা মেট্রো । গত বছরের তুলনায় অনেকটাই বাড়ল যাত্রী সংখ্যা । মেট্রো রেল সূত্রে খবর, এবছর ১ জানুয়ারি যাত্রীসংখ্যা ছিল ৫ লাখের কাছাকাছি । জানা গিয়েছে, গত বছরের তুলনায় প্রায় ২৭.৩১ শতাংশ বৃদ্ধি পেয়েছে যাত্রী সংখ্য়া ।
কলকাতা মেট্রো রেল সূত্রে খবর, ১ জানুয়ারী, মেট্রোয় যাত্রী সংখ্যা ছিল ৪ লক্ষ ৮৩ হাজার ৬০৭ জন । জানা গিয়েছে, দমদম থেকেই বেশি সংখ্যক যাত্রী মেট্রোতে উঠেছিলেন । এরপরেই রয়েছে রবীন্দ্র সরোবর ও দক্ষিণেশ্বর ।
মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়েছে, ১ জানুয়ারি দমদম থেকে যাত্রী সংখ্যা ছিল ৫২ হাজার ৫৮৪ । রবীন্দ্র সরোবর ও দক্ষিণেশ্বর থেকে যথাক্রমে যাত্রী সংখ্যা ৩৭ হাজার ৯০৩ জন এবং ৩৫ হাজার ৭৩৪ জন । উল্লেখ্য গত বছর ১ জানুয়ারিতে মেট্রোতে চড়েছিলেন ৩ লক্ষ ৭৯ হাজার ৯৭৬ জন । এবছর সেই সংখ্যা প্রায় ১ লাখ পার করে গিয়েছে ।