কলকাতা, ১৪ মার্চ: আবহাওয়ার খামখেয়ালিপনা অব্যাহত বঙ্গভূমিতে। এক দিকে যেমন তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, অন্য দিকে রয়েছে বৃষ্টির পূর্বাভাসও। বৃষ্টির পূর্বাভাসের মধ্যেও ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ, ফলে অনুভূত হচ্ছে ঘর্মাক্ত গরম। দিনে তো অস্বস্তি রয়েছেই, রাতের অনুভূত হচ্ছে গরম। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় কোথাও হালকা কোথাও আবার মাঝারি বৃষ্টি হতে পারে। তবে বৃষ্টির পাশাপাশি রাজ্য জুড়ে তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনাও রয়েছে।
শুক্রবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর জেলায় হালকা বৃষ্টি হলেও অন্যান্য জেলায় আবহাওয়া শুষ্ক থাকবে। শনিবার দক্ষিণবঙ্গ জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূম, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিও বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টিতে ভিজতে পারে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি হলেও উত্তরবঙ্গের জেলাগুলিতে আবহাওয়া শুষ্ক থাকবে। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার চেয়ে তিন ডিগ্রি বেশি।