দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে বিক্ষোভ আপার প্রাইমারি আন্দোলনকারী চাকরিপ্রার্থীদের। উল্লেখ্য, হাজরায় চলছিল উচ্চ প্রাথমিকের চাকরিপ্রার্থীদের কর্মসূচি। সেখান থেকে আচমকা মুখ্যমন্ত্রীর বাড়ির অদূরে পৌঁছে গেলেন তাঁরা। শুরু করলেন অবস্থান বিক্ষোভ। অবস্থানকারীদের বেশিরভাগই মহিলা। নিয়োগ চেয়ে ক্ষোভ দেখান তাঁরা। ঘটনায় হতচকিত হয়ে পড়ে পুলিশ। সেখানে পৌঁছে আন্দোলনকারীদের প্রিজন ভ্যানে তুলে নিয়ে যায় মহিলা পুলিশ। এর পরেই নিরাপত্তা নিয়ে ওঠে প্রশ্ন।
মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে কড়া নিরাপত্তা মোতায়েন থাকে। এ রকম একটি জায়গায় কী ভাবে পৌঁছে গেলেন আন্দোলনকারীরা, সেই প্রশ্ন উঠছে। আন্দোলনকারীদের অভিযোগ, জোর করে তাঁদের প্রিজন ভ্যানে তোলা হয়েছে। চ্যাংদোলা করে তুলে ভ্যানে চাপিয়ে নিয়ে যাওয়া হচ্ছে লালবাজারে।
শহিদ মিনারে মাতঙ্গিনী হাজরার মূর্তির নীচে এর বছরেরও বেশি সময় ধরে চাকরির দাবিতে আন্দোলন করছেন উচ্চ প্রাথমিকের চাকরিপ্রার্থীরা। সেই আন্দোলনের ৫৫৫তম দিনে হাজরায় পূর্বঘোষিত কর্মসূচি ছিল। সেই কর্মসূচির মাঝেই এক ফাঁকে চাকরিপ্রার্থীরা পৌঁছে যান মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে। শুরু হয় ধরপাকড়। অন্যদিকে, বিকাশ ভবনের কাছেও টেট প্রার্থীরা বিক্ষোভ দেখাচ্ছেন।