কলকাতা, ২ জানুয়ারি: ফের তাপমাত্রার পারদ-পতন হয়েছে মহানগরী তিলোত্তমায়, মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নেমে ১৫.৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। এর আগে সোমবার বছরের প্রথম দিনে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে দুই ডিগ্রি বেশি। যদিও, মঙ্গলবার পারদ নামল বেশ কিছুটা।
তাপমাত্রার পারদ-পতন হতেই ফের শীতের আমেজ ফিরেছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গজুড়ে। মঙ্গলবার সকালে কলকাতা ও লাগোয়া জেলাগুলিতে হালকা শীত অনুভূত হয়েছে, যা বিগত বেশ কিছু দিন ধরে নিখোঁজ ছিল। গ্রাম বাংলার জেলাগুলিতে অবশ্য শীত বেশ ভালোই মালুম হয়েছে। জাঁকিয়ে শীত আবার কবে পড়বে, তা এখনও স্পষ্ট নয়। তবে সপ্তাহের শেষে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে রাজ্যে। পাঁচ জেলায় আগামী বৃহস্পতিবার এবং শুক্রবার বৃষ্টি হতে পারে। এই জেলাগুলি হল-পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমান। কলকাতায় আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই।