দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ সাইবার প্রতারণা রুখতে , এবার এক বিশেষ পদক্ষেপ নিতে চলেছে লালবাজার। সাইবার প্রতারণার জন্য ফোন করলে নিস্তার নেই অপরাধীদের। এবার তাদের মোবাইলই বিকল করে দেওয়ার পথে লালবাজার । তাদের সিম কার্ড ব্লক করে দেওয়ার রাস্তা ছিলই। এবার সাইবার অপরাধীদের মোবাইলের ‘ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট আইডেনটিটি’ বা আইএমইআই নম্বর ব্লক করে দেবে কলকাতা পুলিশ। ততেই বন্ধ হয়ে যাবে সাইবার অপরাধীদের মোবাইল।
এই ব্যাপারে প্রত্যেক মাসে লালবাজারকে রিপোর্ট দেবে সাইবার অপরাধ দমনের জন্য কলকাতা পুলিশের প্রত্যেকটি ডিভিশন বা এলাকার সাইবার সেল। পুলিশকর্তাদের মতে, এভাবে সাইবার অপারধীদের একের পর এক মোবাইল বিকল করে দিলে মোবাইল ব্যবহার করে অপরাধ করার প্রবণতাই কমবে।
লালবাজারের সূত্র জানিয়েছে, সোমবার প্রত্যেকটি ডিভিশনের সাইবার সেলের আধিকারিকদের নিয়ে বৈঠকে বসেন লালবাজারের সাইবার থানার আধিকারিকরা। ওই বৈঠকেই সাইবার অপরাধীদের বিরুদ্ধে আরও কড়া ব্যবস্থা নেওয়ার ব্যাপারে সাইবার সেলগুলিকে নির্দেশ দেন লালবাজারের কর্তারা। গোয়েন্দা কর্তাদের মতে, বড় অংশের সাইবার অপরাধ ঘটানোর পিছনে রয়েছে মোবাইল। কখনও কোনও ব্যাঙ্কের কর্তা পরিচয় দিয়ে ফোন করা হয়। কখনও বা অনলাইন বিপনি বা ভুয়ো পরিচয় দিয়েও ফোন করে সাইবার অপরাধীরা। আবার কোনও সংস্থা বা হোটেলের ভুয়ো ওয়েবসাইটে দেওয়া ফোন করেও সাইবার জালিয়াতদের কবলে পড়েন বহু শহরবাসী।
সাধারণভাবে অভিযোগ দায়ের হওয়ার পর সাইবার অপরাধীরা যে নম্বর থেকে ফোন করেছে, সেটি বা সিম কার্ডটি ব্লক করে দেয় লালবাজার। অনেক সময়ই কোনও সিম কার্ড ব্যবহার করে অভিযোগকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নেওয়ার পরও তাড়াতাড়ি অভিযোগ পাওয়ার ফলে সেই টাকা আটকে দেয় পুলিশ। সাইবার জালিয়াতদের হাতে টাকা পৌঁছনোর বদলে তা ফেরত দেওয়ার ব্যবস্থা হয় অভিযোগকারীকে। এবার টাকা ফেরত দেওয়া হলেও সাইবার অপরাধীদের সেই সিমকার্ডগুলিও ব্লক করে দেওয়া হচ্ছে। এবার সাইবার অপরাধীদের বিরুদ্ধে লালবাজার আরও শক্ত হচ্ছে।