কলকাতা, ১৩ জানুয়ারি : বাংলায় বিজেপি আইটি সেলের দায়িত্বে থাকা অমিত মালব্য ধর্ষকদের আড়াল করছেন। গুরুতর অভিযোগ আনলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য মুখপাত্র কুণাল ঘোষ। শনিবার এক সাংবাদিক বৈঠকে তিনি এই দাবি জানান।
গুজরাট থেকে উত্তর প্রদেশ সব ক্ষেত্রেই ধর্ষকদের আড়াল করার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ কুণালের। ঘটনার তীব্র নিন্দা জানিয়ে কুণাল ঘোষ বলেন, ''উত্তরপ্রদেশের দোষীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। বিষয়টি নিয়ে এক প্রকার মুখে কুলুপ এঁটেছে বিজেপি। অথচ এই অমিত মালব্যই আইটি সেলের ইনচার্জ ছিলেন। তার তত্ত্বাবধানে এই ধর্ষকদের নিযুক্তি হয়েছিল আইটি সেলে। এরা কখনোই নারীদের সম্মান জানাতে পারেন না সেটা স্পষ্ট। অথচ পশ্চিমবঙ্গে সব ক্ষেত্রেই নারীদের সম্মান রক্ষিত হয়ে থাকে।''