কলকাতা, ১১ জানুয়ারি : রবীন্দ্রনাথ বলেছিলেন, মাতৃভাষা মাতৃদুগ্ধের সমান। মনের ভাব প্রকাশের জন্য সেই ভাষার জুড়ি মেলা ভার। আদালতে বাংলা ভাষায় শুনানির পক্ষে সওয়াল করেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
বহস্পতিবার এজলাসে বসে বাংলা ভাষাকে এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা দিয়েছেন তিনি। তার জন্য তাঁর প্রশ্ন, "ইংরেজরা ইংরেজি ভাষাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আদালত সহ বিভিন্ন জায়গায় ইংরেজি ভাষার প্রচলন করেছিল। তাহলে আমরা বাংলা ভাষাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই প্রচেষ্টা চালাব না কেন?"
আজকের দিনে দাঁড়িয়েও বাংলা ভাষায় মামলা গ্রহণ না করার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি আরও জানিয়েছেন, তাঁর এজলাসে কেউ বাংলায় মামলা করলে তিনি তা গ্রহণ করেন। এতে অন্যদের আপত্তি থাকার কথা নয়।
এরপরেই সুখবর দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। তিনি জানান, সেই মাতৃভাষাতেই বই লিখছেন তিনি। আসন্ন বইমেলায় তাঁর লেখা একটি বাংলা কবিতার বই বেরোচ্ছে। বাংলা ভাষাকে বাঁচিয়ে রাখা এবং এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই তাঁর এই প্রয়াস।