কলকাতা, ৩০ মার্চ: ভ্যাপসা গরম ও অত্যধিক রোজের থেকে হাঁসফাঁস করছে মহানগরী তিলোত্তমা। রোদের দাপট এতটাই বেশি যে, দুপুরে রাস্তায় বেরোনো দায় হয়ে উঠেছে, মাথায় ছাতা ও হাতে ঠান্ডা জলও স্বস্তি দিচ্ছে না। একেবারে যেন তাপপ্রবাহের মতো পরিস্থিতি। আপাতত এই গরম থেকে রেহাই মিলবে না বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
এই বছর এল নিনোর দাপটে ভুগবে দেশ, আগেই এই সতর্কবার্তা দিয়েছিল ভারতীয় আবহাওয়া দফতর। মার্চ মাসেই শেষ রেশ অবশ্য দেখাই যাচ্ছে। বৃষ্টির পূর্বাভাস থাকলেও, দেখা নেই। কোথাও কোথাও হালকা বৃষ্টি হলেও, তাতে স্বস্তি মিলছে না। রোদ উঠতেই ফের বাড়ছে গরমের দাপট। গরম থেকে বাঁচতে এখন ঠান্ডা পানীয়তেই ভরসা শহরবাসীর।