kolkata

1 year ago

Kollata Municipal Corporation : কলকাতা শহরের কোন এলাকায় কত জল জমছে? জানতে বসছে যন্ত্র

Kolkata Municipal Corporation (File Picture)
Kolkata Municipal Corporation (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ পুরসভার কন্ট্রোল রুমে বসেই যাতে জল জমার খতিয়ান দেখে দ্রুত ব্যবস্থা নেওয়া যায়, সে লক্ষ্যেই আধুনিক যন্ত্র বসছে কলকাতা লাগোয়া পাঁচটি পুরসভায়। পুরসভাগুলি হলো, হাওড়া, দক্ষিণ দমদম, কামারহাটি, বরাহনগর ও বিধাননগর।

যন্ত্র বসাতে পুরসভাগুলিকে আর্থিক সাহায্য করা হবে বলে পুর দফতর সূত্রে খবর। শহরের কোথায় কত বৃষ্টি হচ্ছে, তা পরিমাপের বন্দোবস্ত দীর্ঘ দিন ধরেই রয়েছে কলকাতা পুরসভার৷ খড়্গপুর আইআইটি-র সঙ্গে যৌথ উদ্যোগে এ বছর ১১টি জায়গায় রেন-গেজ বসিয়েছে তারা৷ অথচ সল্টলেক, বরাহনগর, হাওড়া, দক্ষিণ দমদম পুরসভার বিস্তীর্ণ এলাকা ফি বছর জলে ভাসলেও বৃষ্টি পরিমাপের যন্ত্র সেখানে নেই।

যদিও নিউ টাউন কলকাতা উন্নয়ন পর্ষদ এবং নবদিগন্ত শিল্পতালুক কর্তৃপক্ষ ইতিমধ্যেই সেক্টর ফাইভ-নিউ টাউনে বৃষ্টির পরিমাণ মাপতে যন্ত্র বসিয়েছে। ফলে কন্ট্রোল রুমে বসে সহজেই জল জমার মাপ দেখে দ্রুত ব্যবস্থা নেওয়া যায়। পুর দফতরের এক কর্তা জানান, বৃষ্টি মাপার ডিজিটাল এডব্লিউএস (অটোম্যাটিক ওয়েদার স্টেশন) যন্ত্র কিনতে খরচ কমপক্ষে দু'লাখ টাকা৷

সার্ভার বসিয়ে যথাযথ হিসেব পেতে যে কোনও পুরসভা এলাকায় অন্তত ২৫টি যন্ত্র বসানো দরকার। এ ক্ষেত্রে মোবাইলে সরাসরি তাপমাত্রা, বৃষ্টির পরিমাণ সম্পর্কে তথ্য মিলবে৷ কামারহাটি পুরসভার চেয়ারম্যান গোপাল সাহা বলেন, 'নির্দেশিকা মেনে শীঘ্রই জল মাপার যন্ত্র বসাব।'

You might also like!