kolkata

1 year ago

Patuli Slum Fire: কুঁদঘাট মেট্রো স্টেশনের কাছে ভয়াবহ আগুন!ভষ্মীভূত একাধিক ঝুপড়ি

fire near Kundghat metro station (Collected)
fire near Kundghat metro station (Collected)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ সোমবার সকাল ১১টা নাগাদ ধোঁয়া বেরোতে দেখা যায়। এরপর আগুন ছড়িয়ে পড়ে দ্রুত। ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। শেষ অবধি পাওয়া খবরে, দমকলের চারটি ইঞ্জিন আগুন যুদ্ধকালীন তৎপরতার নেভানোর কাজ করছে।তবে কীভাবে আগুন লাগল সেই বিষয়ে এখনও জানা যায়নি। ইতিমধ্যেই ঝুপড়িবাসীদের সেখান থেকে সরানোর কাজ শুরু হয়েছে। এই ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই।

ঘটনাস্থলে পৌঁছয় দমকলের তিনটি ইঞ্জিন। কিন্তু আগুনের দাপট এতটাই বেশি যে তিনটি ইঞ্জিন দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে যথেষ্ঠ বেগ পেতে হয় দমকলকে। শেষ পাওয়া খবর অনুযায়ী, আরও একটি ইঞ্জিন এসেছে ঘটনাস্থলে। এই নিয়ে মোট চারটি ইঞ্জিন আগুন নেভানোর কাজ করছে।

ক্ষুদিরাম মেট্রো স্টেশনের কাছে এই বস্তিতে বহু মানুষের বসবাস করেন। সোমবার সকালে হঠাৎই পোড়া পোড়া গন্ধ অনুভব করেন স্থানীয়  বাসিন্দারা। এরপরই বাড়তে থাকে আগুন। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। 


You might also like!