kolkata

1 year ago

ED On Sandeshkhali: আগেও আক্রান্ত হয়েছেন, ইডি আধিকারিক রাজকুমার ভেঙে পড়ার মানুষ নন জানাচ্ছেন সহকর্মীরা

ED On Sandeshkhali
ED On Sandeshkhali

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ সন্দেশখালি সরবেড়িয়ায় তৃণমূল নেতা শাহজাহান শেখের বাড়িতে তল্লাশি অভিযানে গিয়ে আক্রান্ত হয়েছেন ইডি কর্তা রাজকুমার রাম। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। সিটি স্ক্যান করা হয়েছে। তবে, এই প্রথম নয়। এর আগেও তল্লাশি অভিযানে গিয়ে হেনস্থার শিকার হয়েছেন তিনি।

২০১১ ব্যাচের অফিসার রাজকুমার রামের বাড়ি বিহারে। ইডির সহকারী ডিরেক্টর হিসেবে গুয়াহাটিতে কর্মরত তিনি। রেশন দুর্নীতির তদন্ত করতে বঙ্গে পাঠানো হয়েছে তাঁকে। এর আগে তিনি ছিলেন বেঙ্গালুরুতে।

জানা গিয়েছে, বছরখানেক আগে দক্ষিণ ভারতের এক মন্ত্রীর সঙ্গে যোগ রয়েছে এমন কয়েকটি জায়গায় তল্লাশি অভিযানে গিয়ে বাধার মুখে পড়তে হয়েছিল রাজকুমারকে। যদিও এর আগে কখনও এতটা আঘাত পানি কিংবা মাথাও ফাটেনি রাজকুমারের। তবে, তাঁর ব্যাচমেট এবং সহকর্মীরা জানিয়েছেন, আক্রান্ত হলেও ভেঙে পড়ার মতো মানুষ নন তিনি।

You might also like!