kolkata

1 year ago

New Market : থমথমে নিউ মার্কেট! ঠিক কী হয়েছে নিউ মার্কেটে?

New Market (File Picture)
New Market (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ সপ্তাহের তৃতীয় দিন তার উপর শীতের মরসুম! এই সময়টাতে নিউ মার্কেট চত্বরে ভিড় টা খানিক বেশীই থাকে। কিন্তু, বুধবারের দৃশ্য একেবারে আলাদা। এদিন নিউ মার্কেট এলাকা এককথায় শুনশান। শাটার নামানো অর্ধেক দোকানের। আর তা দেখে হতাশ হয়ে খালি হাতেই বাড়ি ফিরতে হচ্ছে বহু ক্রেতাকে। কিন্তু, ঠিক কী হয়েছে নিউ মার্কেটে? 

আসলে এদিন হকার নিয়ন্ত্রণের দাবিতে নিউমার্কেট চত্বরে সমস্ত দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিন কাল থেকে বেলা তিনটে পর্যন্ত দোকান বন্ধ থাকবে নিউ মার্কেট এলাকায়। এই বনধের ডাক দিয়েছে জয়েন্ট ট্রেডার্স ফেডারেশন। হগ মার্কেট ট্রেডার্স অ্যাসোসিয়েশন সহ নিউ মার্কেট চত্বরের দশটি ব্যবসায়ী সংগঠনের ডাকে এই বনধ আয়োজিত হয়। বারবার পুরসভা ও পুলিশ প্রশাসনকে জানিয়েও রাস্তা এবং ফুটপাত সহ হেরিটেজ হক মার্কেটের আশেপাশে হকার নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। এরই প্রতিবাদে প্রতীকী বনধের ডাক দিয়েছে ট্রেডার্স ফেডারেশন। 

প্রসঙ্গত, নিউ মার্কেট চত্বরে হকার সমস্যা দীর্ঘদিনের। এই নিয়ে বারংবার পুলিশ থেকে পুরসভার দ্বারস্থ হয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। অভিযোগ, তারপরেও সেভাবে বদল হয়নি চিত্রটা।

You might also like!