kolkata

1 year ago

Christmas 2023 : যোধপুর পার্কে বড়দিনের কেক বিতরণ! বাধ সাধলো হাইকোর্ট

Kolkata HC (File Picture)
Kolkata HC (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ সামনেই বড়দিন। কলকাতার বিভিন্ন জায়গায় নানারকম অনুষ্ঠানের আয়োজন চলছে। যোধপুর পার্ক এলাকায় বড়দিনে কেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। কলকাতা পুরসভার ৯৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মৌসুমী দাসের উদ্যোগে ক্লাব উন্নয়ন সমন্বয় পরিষদ এই অনুষ্ঠানের আয়োজন করেছিল। উপস্থিত থাকার কথা ছিল মেয়র ফিরহাদ হাকিম, মালা রায় সহ একাধিক তৃণমূল নেতার।

এই কেক বিতরণ অনুষ্ঠান নিয়ে হাই কোর্টে দায়ের হয় মামলা। মামলাকারির বক্তব্য ছিল, ওই এলাকায় বিশেষভাবে সক্ষমদের জন্য একটি স্কুল এবং হাসপাতাল রয়েছে। সেখানে বড়দিনের আরও একটি অনুষ্ঠান রয়েছে। ফলে কেক বিতরণ অনুষ্ঠান সমস্যা তৈরী করতে পারে। 

উল্লেখ্য,রাস্তা আটকে এই অনুষ্ঠানের অনুমতি দেয়নি পুলিশ। সেই মামলায় এদিন প্রধান বিচারপতি বলেন, “বস্‌তি এলাকায় গিয়ে এই অনুষ্ঠান করুন। বড়দিন এ রাজ্যের অনুষ্ঠান নয়, প্রয়োজনে রাজ্যের বাইরে গিয়ে করুন।” 

You might also like!