kolkata

1 year ago

Ration Bandh:১ জানুয়ারি থেকে ‘অনির্দিষ্টকালের’ রেশন ধর্মঘটের ডাক

Vishwambhar Bose in Dharmatala.
Vishwambhar Bose in Dharmatala.

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ নতুন বছরের শুরু থেকেই অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিয়েছেন রেশন ডিলাররা (Ration Dealer)। ১ জানুয়ারি থেকে আর রেশন পাবেন না সাধারণ মানুষ, এমনটাই জানিয়েছেন অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশনের সেক্রেটারি বিশ্বম্ভর বসু। কমিশন নিয়ে অসন্তোষের জেরে ধর্মঘটের ডাক দিয়েছে সর্বভারতীয় এই সংগঠন। পয়লা জানুয়ারি থেকে দেশের প্রায় ৫ লক্ষ ৩৮ হাজার রেশন দোকান বন্ধ থাকবে। রাজ্যেও বন্ধ থাকবে ২০ হাজারের বেশি রেশন দোকান। যার জেরে সমস্যায় পড়তে চলেছেন প্রায় ৮১ কোটি গ্রাহক।

আজ ২৯ ডিসেম্বর অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস অফ ডিলার ফেডারেশনের পক্ষ থেকে একটি অবস্থান বিক্ষোভের কর্মসূচি নেওয়া হয় কলকাতার নিউ মার্কেট খাদ্য ভবনের সামনে। বিক্ষোভের মঞ্চ থেকে বিশ্বম্ভর বসু আগামী দিনের আন্দোলনের কর্মসূচি গুলো জানিয়ে তাদের দাবিদাওয়া গুলো নিয়ে দিল্লি সফরে যাওয়ার কথা জানিয়েছেন। আগামী এক জানুয়ারি থেকে অল ইন্ডিয়া ফেয়ার শপ রেশন ডিলার ফেডারেশন ধর্মঘটের ডাক দিয়েছে। জানুয়ারির ১৬ তারিখ দিল্লিতে অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সঙ্গে দেখা করে ডেপুটেশন দেবে রেশন ডিলার ফেডারেশন।

সংগঠনের সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু বলেন, “আমাদের পকেট থেকে টাকা দিয়ে রেশন ব্যবস্থা চালাতে হচ্ছে। মাসের পর মাস, বছরের পর বছর তা সম্ভব নয়। বারবার রাজ্য সরকার, কেন্দ্র সরকারকে জানিয়েছি। সুরাহা কিছুই মেলেনি। উল্টে পশ্চিমবাংলায় যেটা হয়েছে, যার জন্য এই ধরনা, পিডিএস কন্ট্রোলারের নামে রেশন দোকানদারদের উপর মানসিক নির্যাতন নামিয়ে আনা হয়েছে। আসলে রেশন দুর্নীতিকে আড়াল করতে রেশন দোকানদারদের উপর চাপ দিতে চাইছে। তাই আমরা বাধ্য হয়ে আন্দোলনের পথে নেমেছি।”

ভুয়ো স্টক মাসের পর মাস ঢোকানো হচ্ছে বলেও অভিযোগ বিশ্বম্ভর বসুর। ১৭ তারিখ যে স্টক নিয়ে দোকান বন্ধ করা হয়েছে, পরদিন সেই স্টক বেড়ে গিয়েছে বলেও জানান তিনি। এদিকে এই গরমিলের জন্য রেশন দোকানকে ফাইন করা হচ্ছে, সাসপেন্ড করা হচ্ছে বলে জানান বিশ্বম্ভর বসু।

কিন্তু রেশন বনধ্ কি সেই পরিস্থিতি ঘুরিয়ে দেবে? নাকি শুধু রেশনের জিনিসের উপর নির্ভর করে থাকা মানুষগুলোর কপালে চিন্তার ভাঁজই ধরে রাখবে নতুন বছরের শুরু থেকে? বিশ্বম্ভর বসুর কথায়, “আমাদের চেষ্টা তো করতে হবে? বারবার ডেপুটেশন দিয়ে তো কাজ হল না। দেশে ১৪০ কোটি মানুষের মধ্যে ৮০ কোটি লোক রেশনের আওতায় আছেন। ৬০ কোটি লোক রেশনের আওতার বাইরে। ১ বা ২ তারিখ থেকে বন্ধ থাকবে ঠিকই। তবে রেশন যাতে পান তার জন্যই এত লড়াই।”


You might also like!