দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ দলীয় কাজে ফের শহরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপি নেতা অমিত শাহ। সোমবার বড়দিনের মাঝরাতে কলকাতায় পৌঁছছেন তিনি। মঙ্গলবার রাতে তাঁর দিল্লি ফিরে যাওয়ার কথা।
রাজ্য BJP সূত্রে খবর, বড়দিনে পৌনে বারোটা নাগাদ দমদম বিমানবন্দরে নামবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এরপর নিউ টাউনের একটি হোটেলে রাত কাটাবেন তিনি। মঙ্গলবার তাঁর কী কী কর্মসূচী রয়েছে, তা এখনও স্পষ্ট নয়। তবে উত্তর এবং দক্ষিণ দুই কলকাতাতেই তাঁর বিভিন্ন কর্মসূচি থাকতে পারে বলে জানা যাচ্ছে। এছাড়াও রাজ্য BJP-র শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন তিনি। পাশাপাশি একটি গুরুদ্বার এবং কালীঘাট মন্দিরে পুজোও দিতে পারেন শাহ।
জাতীয় গ্রন্থাগারে জেলাস্তরের নেতাদের সঙ্গে বৈঠক করতে পারেন তিনি। সন্ধ্যা ৬টা নাগাদ দিল্লির উদ্দেশে রওনা দেবেন অমিত শাহ।
বড়দিনে কেন অমিত শাহ বঙ্গ সফরে আসছেন? তা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে। রাজনৈতিক মহলের একাংশের কথায়, ‘লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে টার্গেট স্থির করে দিতে চান অমিত শাহ।’ কমপক্ষে ৩৫টি আসনকে লক্ষ্য নিয়ে এগোতে চাইছে বিজেপি, মত ওয়াকিবহাল মহলের।সেক্ষেত্রে বাংলায় এসে সাংগঠনিক ধার এবং ভার যাচাই করে নিতে চাইছেন অমিত শাহ এবং ভোটকে সামনে রেখে সমরনীতি সাজাতে চাইছেন তিনি।
ইতিমধ্যেই অমিত শাহের সফর নিয়ে সুর চড়াতে শুরু করেছেন তৃণমূল নেতৃত্ব। কুণাল ঘোষ কটাক্ষ করে বলেছেন, 'বিধানসভা নির্বাচনের সময়ও অমিত শাহ-মোদীরা ডেলি প্যাসেঞ্জারি করেছিলেন বাংলায়। ওরা যতবার বাংলায় আসবে তত বাংলার মানুষের সিদ্ধান্ত নিতে সুবিধা হবে। নো ভোট টু বিজেপি।'এদিকে দিলীপ ঘোষও অমিত শাহের সফর নিয়ে মন্তব্য করেছেন। তিনি বলেন, ‘আগে থেকেই ঠিক করা হয়েছিল যে ডিসেম্বরে অধিবেশন শেষ হলে নেতারা আসবেন। সাংগঠনিক বিষয়ে, রাজনৈতিক বিষয়ে আলোচনা করবেন। এছাড়া অন্যান্য কিছু সামাজিক বিষয় যেমন বীরবল দিবস উৎসবে অংশগ্রহণ করবেন।' সবমিলিয়ে বড়দিনে অমিত শাহের বঙ্গ সফরের হাইভোল্টেজ সূচির দিকে তাকিয়ে রাজনৈতিক মহল।